জন দূর্ভোগ কমাতে ঢাকা – টাঙ্গাইল সার্টল ট্রেন সার্ভিস চালুর দাবীতে আলোচনা সভা

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকা’র আয়োজনে জনদূর্ভোগ নিরসনে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন চালুর দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা’র সভাপতি জনাব লায়ন নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা’র সাধারন সম্পাদক জনাব মনছুরুল আলম হীরা, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি জনাব লায়ন শফি মাহমুদ মুকুল চৌধুরী, টাঙ্গাইল জেলা যুব সমিতির সাধারন সম্পাদক জনাব, মোঃ নজরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি জনাব আব্দুল গাফফার মাহমুদ, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক জনাব জীবন ইসলাম।

সভায় বক্তারা অবিলম্বে ঢাকা-টাঙ্গাইল রোডে সরাসরি ট্রেন সার্ভিস চালুর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জোড় দাবী জানান। বক্তারা আরো বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। অবিলম্বে ট্রেন সার্ভিস চালু না হলে সরকারকে সড়কে সকল প্রাণহানি ও সম্পদহানির দায়ভার বহন করতে হবে। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবী আদায় করতে..অন্যথা হলে আমরা আরো কঠোর কর্মসুচীতে যেতে বাধ্য হব। ট্রেনের দাবী এখন টাঙ্গাইলের গণ মানুষের প্রাণের দাবী। এ দাবী বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

p_2

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি জনাব জামাল উদ্দীন জামাল, টাঙ্গাইল জেলা যুব সমিতির প্রচার সম্পাদক জনাব এম এস ইসলাম আকাশ, সহ-সাংগঠিক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ খোকন সহ টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।


 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!