জাকির নায়েক জাহান্নাম নিয়ে যা বললেন

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েক।  ইসলামের ওপর পিসটিভিতে বিভিন্ন আয়োজন করে থাকেন তিনি।  পিসটিভির ‘ডিয়ার টু আসক’ আলোচনায় ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যাই বেশি।  অধিকাংশ মানুষ মূর্তিপূজা ও শিরক করে।  তাহলে তারা কী জাহান্নামে যাবে? এটা কি করে সম্ভব? উত্তরে ড. জাকির নায়েক বলেন, পৃথিবীটা পরীক্ষা কেন্দ্র।  আল্লাহ তা’য়ালা মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন।  মানুষকে গাইড লাইন দিয়েছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য।  সে গাইড লাইন অনুযায়ী চলাফেরা করলে মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হবে।  আর গাইড লাইন মেনে না চললে উত্তীর্ণ হবে না।

যেমন- মেডিকেলে ভর্তি পরীক্ষা খুবই কঠিন একটা পরীক্ষা।  এসএইচসিতে উত্তীর্ণ অধিকাংশ শিক্ষার্থীই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে।  কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থীই এতে ভর্তির সুযোগ পায়।  পরীক্ষার্থীদের মধ্যে যারা ভালোভাবে পড়াশোনা করেছে তারাই ভর্তির সুযোগ পেয়েছে।  আর যারা ভালোভাবে পড়াশোনা করেনি তারা পায়নি।  এ তো হলো মেডিকেলের পরীক্ষা।

আর পৃথিবীর পরীক্ষা তো আরো কঠিন পরীক্ষা।  এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতে যাবে।  যারা আল্লাহর গাইড লাইন মেনে চলবে তারাই এ পরীক্ষায় সফল হবে।  তবে দুর্ভাগ্য, অধিকাংশ মানুষই তা মেনে চলে না। মেনে না চলার ফলাফল তাদের ভোগ করতে হবে।  আর যারা মেনে চলে তাদের শুকরিয়া আদায় করা উচিত।

হযরত ওমর (রা.) এর একটি হাদিসে রয়েছে, তিনি বলেছেন, যদি তুমি জানতে পার শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যাবে, তাহলে সে মানুষটা যেন তুমিই হও, এ জন্য দোয়া কর।  এটা বলা যাবে না যে, আমি তো ভালো কাজ করি না, আমি হয়তো জান্নাতে যাব না।

আর যদি তুমি জানতে পার যে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণা কর যে, সে মানুষটা যেন তুমি না হও।  তুমি এ কথা বলতে পারবে না যে, তুমি তো ভালো কাজ কর, সে মানুষটা তুমি নও, অন্য কেউ।

এ হাদিস দ্বারা বোঝা যায়, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর গাইড লাইন মেনে চলা।  এ পথে চলতে পারার জন্য শুকরিয়া আদায় করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!