জিতেই চলেছে বরিশাল

আরও একবার মলিন ব্যাটিং দেখালো রংপুর রাইডার্স। আর ব্যাটে-বলে নিজেদের অপ্রতিরোধ্য রূপ দেখালো বরিশাল বুলস। গতকাল বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বরিশাল বুলসের বিপক্ষে ১০৪/৯ সংগ্রহ নিয়ে থামে রংপুরের ইনিংস। আর রাইডারদের ভোগান্তি বাড়ে বৃষ্টিতে। গতকাল বৃষ্টির কারণে বরিশালের সামনে টার্গেটটা হয়ে পড়ে আরও ছোট।  বরিশাল বুলস ইনিংসের ৩.৩ ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ সময় বরিশালের সংগ্রহ ছিল ১৯/১। পরে বৃষ্টি আইনে বরিশালের সামনে পুনঃনির্ধারিত টার্গেট  দাঁড়ায় ১৩ ওভারে ৭৫।  শেষ পর্যন্ত ছয় উইকেট ও ৩ বল হাতে রেখে টার্গেট পার করে বরিশাল বুলস। আর ম্যাচ শেষে বরিশাল বুলস উঠে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষে।  চলতি আসরে ৬ ম্যাচে বরিশালের এটি পঞ্চম জয়। ৭ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের রংপুর রাইডার্স দেখলো তৃতীয় হার। বৃষ্টিবিঘ্নিত ইনিংসের ৬ ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল ৩১/২। এ সময় জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ৪২ বলে ৪৪ রানের। দলীয় ৪২ রানে বরিশাল তৃতীয় উইকেট খোয়ালে ম্যাচে উত্তেজনা বাড়ে কিছুটা। তবে ব্যাট হাতে ফের দৃঢ়তা দেখালেন  মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল ১৮ বলে ২৩ রানের হার মানা ইনিংস খেলে মাঠ ছাড়েন চলতি আসরে দুই ফিফটির মালিক মাহমুদুল্লাহ। রংপুর রাইডার্সের বল হাতে প্রথম উইকেটটি নেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। পরে সাফল্য পান  রংপুরের দুই বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান ও আরাফাত সানিও। আসরে ৬ ম্যাচে সর্বাধিক ১৩ উইকেট শিকার সাকিব আল হাসানের। সমান ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বদেশি পেসার আবু হায়দারের শিকার ১২ উইকেট। গতকাল ৪ ওভারের স্পেলে ৩০ রানে তিন উইকেট নেন বরিশালের স্বদেশি পেসার আল আমিন হোসেন। আসরে আল আমিনের শিকার  ১১ উইকেট। গতকাল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে চট্টগ্রামের জহুর আহমেদ মাঠে পরস্পরকে মোকাবিলা করছিল বরিশাল বুলস ও রংপুর রাইডার্স। আসরের ১৯তম ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক মাহমুদুল্লাহ। আর ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। বরিশাল বুলস পেসার আল-আমিনের তোপে দলীয় ১০ রানে ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক সাকিব আল হাাসানের উইকেট খোয়ায় রংপুর। ওপেনার জহুরুল ইসলাম ও পাকিস্তানি তারকা মিসবাহ -উল হক আশা জাগিয়ে পরে উইকেট দেন অল্পতেই।  ইনিংসের শেষ দিকে আল আমিন ও ওয়াহাব রিয়াজের ব্যাটে ১০০ রানের কোঠায় পৌঁছে রংপুরের সংগ্রহ। ক্যারিবীয় তারকা  কেভন কুপারকে বিশ্রামে রেখে গতকাল ওয়েস্ট ইন্ডিজের অপর পেসার রায়াদ এমরিতকে একাদশে সুযোগ দেয় বরিশাল বুলস। ৪ ওভারের স্পেলে ১৮ রানে দুই উইকেট নেন এমরিত। দুর্ধর্ষ বোলিংয়ে ৪ ওভারের স্পেলে ১৬ রানে দুই উইকেট নেন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।
সংক্ষিপ্ত স্কোর
টস: বরিশাল বুলস, ফিল্ডিং
রংপুর রাইডার্স: ২০ ওভার; ১০৪/৯ (জহুরুল ২৪, সৌম্য সরকার ০, সাকিব ১, মিথুন ২, মিসবাহ ২২, থিসারা পেরেরা ৯, মোহাম্মদ নবী ৫, আল আমিন ১৭, ওয়াহাব রিয়াজ ১২, মুকতার আলী ৯*, আরাফাত সানি ০*, আল আমিন হোসেন ৩/৩০, সামি ২/১৬, এমরিত ২/১৮, সিকুগে প্রসন্ন ১/১৭, তাইজুল ইসলাম ১/২১)।
বরিশাল বুলস: ১২.৩ ওভার; ৭৫/৪ (রনি তালুকদার ২৩, এভিন লুইস ৪, মেহেদি মারুফ ৩, মাহমুদুল্লাহ ২৩*, নাদিফ চৌধুরী ১৬, প্রসন্ন ১*, সানি ২/১১, সাকিব ১/১২, ওয়াহাব ১/১২।
ফল: বরিশাল বুলস ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আল আমিন হোসেন (বরিশাল)

 

POINTS TABLE, MOST RUNS, MOST WICKETS IN BPL T20 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!