জেএসসি পরীক্ষায় ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেএসসি-জেডিসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে চারটি পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ছাত্রছাত্রীদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
সব শিক্ষার্থী কেন্দ্রে ঢোকার পর প্রশ্নের প্যাকেট খোলা হবে। পরীক্ষার সময়ে কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষার হলে শুধু কেন্দ্র সচিব ক্যামেরাবিহীন মোবাইল ব্যবহার করতে পারবেন।

পরীক্ষাসংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃংখলা কমিটির এক সভায় মঙ্গলবার এসব সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রশ্নফাঁস রোধে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) বন্ধের সুপারিশ এসেছে। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এবারের এই পরীক্ষা ১ নভেম্বর শুরু হচ্ছে। এতে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সিদ্ধান্তগুলো নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ছাত্রছাত্রীদের অবশ্যই সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কেউ আর ঢুকতে পারবে না।

পরীক্ষার সময়ে কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে প্রস্তাবও এসেছে। এ ব্যাপারে আমরা বুধবার সিদ্ধান্ত জানাব। আর পরীক্ষার কেন্দ্রে শুধু সচিব ক্যামেরাবিহীন মোবাইল ব্যবহার করতে পারবেন।

তবে সেটা অফিস কক্ষের বাইরে নেয়া যাবে না। কোনো প্রয়োজনে পরীক্ষার মূল হলে যেতে হলে মোবাইল অফিসে রেখে যাবেন তিনি। এই নির্দেশনা যে বা যারা লংঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমসিকিউ বন্ধের ব্যাপারে সচিব বলেন, যে পরীক্ষা মূল্যায়ন হয় না এবং অসাধু অবলম্বনের পথ প্রশস্ত করে, সেটি রাখা না রাখা সমান কথা।

এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে যেহেতু কারিকুলাম ও পাঠ্যক্রম সংশোধনের সম্পর্ক আছে। তাই করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট ফোরামে আলোচনা করা হবে।

বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, পুলিশ, র‌্যাব, সিআইডি ও এনএসআই প্রতিনিধি এবং জনপ্রশাসন, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন ।

সভায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্নপত্র খোলা হবে।

এতে যাতে কোনো অনিয়ম, নকল বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে সেদিকে সবার তীক্ষ্ণ নজর আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট চালু থাকবে। কোনো অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!