জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ জেলা ছাত্রদলের সম্মেলন ব্যতিত ভারপ্রাপ্ত কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বুধবার(১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের গঠণতন্ত্রে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ করার কোন বিধান না থাকা স্বত্ত্বেও টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ম বহির্ভূতভাবে পদত্যাগ করেছেন। একই সাথে পদত্যাগ নেয়া ওই নেতারা দলীয় জেষ্ঠ্যতা লংঘন করে নিজেদের পছন্দের নেতাদের দিয়ে একটি ভারপ্রাপ্ত কমিটি গঠন করেছেন। দলীয় নিয়মানুযায়ী মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে শুধুমাত্র সম্মেলন পরিচালনার জন্য একটি ভারপ্রাপ্ত কমিটি গঠন করা যায়। তবে টাঙ্গাইল জেলা ছাত্রদলের পদত্যাগী ওই নেতারা কমিটি বিলুপ্ত না করে ব্যক্তিগত পছন্দের নেতাদের দিয়ে ভারপ্রাপ্ত কমিটি গঠন করেছেন- যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। পদত্যাগ ও ভারপ্রাপ্ত এ কমিটি গঠন কেন্দ্রীয় ছাত্রদলের কোন লিখিত অনুমতি ছাড়াই করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তাঁর সতীর্থরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পদত্যাগী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক বলেন, বর্তমানে খন্দকার রাশেদুল আলম রাশেদ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শফিকুর রহমান খান শফিক সাংগঠনিক সম্পাদক পদাধিকারী হওয়ায় ও দলের নিয়মানুযায়ী এক নেতার এক পদ রাখার আইন রক্ষায় জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক পদত্যাগ করেছেন। এছাড়াও তারা দলীয় গঠণতন্ত্রের কোন জেষ্ট্যতা লংঘন করেননি বলেও জানান তিনি। এ সময় ভারপ্রাপ্ত কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রোকনুজামান মাসুদ দলীয় কর্মকান্ড থেকে বিচ্যুত হওয়ার ফলে ও দ্বিতীয় সহ-সভাপতি আওয়ামীলীগের যোগদানের কারণে তৃতীয় সভাপতি মনিরুজামান জুয়েলকে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দয়িত্ব দেয়া হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু বলেন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়াও সম্মেলন ব্যতিত কোন ভারপ্রাপ্ত কমিটি গঠনের এখতিয়ারও রাখেনা জেলা ছাত্রদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!