ডামুড্যায় স্কুল চত্তরের সড়কে বেপরোয়া যান চলাচল, ঝুকিতে শিক্ষার্থীরা

শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ডামুড্যার ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, হামিদিয়া কামিল মাদ্রাসা, সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, ডামুড্যা মুসলিম কিন্ডার গার্টেন এর সম্মুখ সড়কে চলাচল করছে ব্যাটারী চালিত ইজিবাইক, হোন্ডা, নছিমন, করিমন, রিক্সা সহ বিভিন্ন যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দূর্ঘটনা। প্রশাসনের কাছে বারবার ধর্না ধরার পরও কোন এক অদৃশ্য কারণে মিলছেনা তার প্রতিকার।

স্থানীয় ও অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে অনেকটা উৎকষ্ঠা নিয়ে থাকি কখন কি হয়ে যায় তা নিয়ে। আমরা বারবার বিদ্যালয়ের কমিটি ও শিক্ষকদের জানানোর পারও তারা কেন ব্যবস্থা নিচ্ছেনা তা আমাদের অজানা।

এ ব্যাপারে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন স্কুলে সবসময় আমরা ঝুকিতে থাকি কখন দূর্ঘটনা ঘটে যায় কারন যানবাহনগুলি বেপরোয়া গতিতে চলাচল করে। আর গাড়ী ও হর্ণের শব্দে শিক্ষদের লেকচার শুনতে অসুবিধা হয়।

সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আজগর বলেন বিদ্যালয়ের কচিকাচা শিক্ষার্থীরা স্কুলের সামনের ভবনে যাওয়ার সময় বেপরোয়া গতিতে চলতে থাকা যানবাহনের সাথে প্রায়াই দূর্ঘটনর স্বীকার হচ্ছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি নতুন এসে যোগদান করেছি এ বিষয়ে আমার কোন ধারনা নাই। আমি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!