টাংগাইলের সাদত কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

আনোয়ার পাশা, সখীপুর(টাংগাইল) বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“বঙ্গবন্ধুর জন্ম দিন বাংলাদেশের খুশির দিন”এই স্লোগানকে সামনে রেখে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ এর টংগী পাড়া গ্রামে এক সম্ভান্ত্য মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।

এ উপলক্ষ্যে টাংগাইলের সাদত কলেজে এক আনন্দ শোভা যাত্রা, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রফেসর মারুফা রহমান আর প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক আসাদুজ্জামান ও যুগ্ম-সম্পাদক মুস্তাফিজুর রহমার। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!