টাঙ্গাইলে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘Transfoming governance to realize the sustainable development foals, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুন শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সৈকত শাহীন, জেলা পরিষদের সচিব মোছা. মোস্তারী কাদেরী। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!