টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন ॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (এমপি)।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে’সহ অন্যান্য সুধীজন।

এ জেলায় ৪ লক্ষ ৪৪ হাজার ৩৮৩ প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে ২১ লক্ষ ১৬ হাজার ২৪২ টি বই ও ৪ লক্ষ ৪১ হাজার ৪৮৩ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৫৯ লক্ষ ৫৯ হাজার ২৫৯ টি বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়েছে। শুধু শিক্ষার্থীরা নয়, আনন্দের ঝিলিক ছিল শিক্ষক ও অভিভাবকের মুখেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!