টাঙ্গাইলে এইচ এসসি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে র‌্যাব-১২ জিরো টলারেন্স ঘোষনা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চলমান এইচ এসসি পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস ঠেকাতে টাঙ্গাইল র‌্যাব-১২ জিরো টলারেন্স ঘোষনা করেছে। পরীক্ষার কেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শনসহ শিক্ষক ও অভিভাবকদের সাথে সচেতন করতে মতবিনিময় কওে সচেতনতা সৃষ্টি করছেন টাঙ্গাইল র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ রবিউল ইসলাম।

এ পর্যন্ত টাঙ্গাইল শহরের ১৩টি পরীক্ষার কেন্দ্রে টাঙ্গাইল র‌্যাব-১২এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম পরিদর্শন করেন। ওইসময় পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত অভিভাবকদের সাথে সচেতনতামুলক মতবিনিময় করেন। র‌্যাব কমান্ডার জানান, কোন অভিভাবক প্রশ্ন পত্র ফাঁসে ছেলে মেয়েদের আগ্রহ দেখাবেন না। কোথাও কোন প্রকার প্রশ্ন পত্র ফাঁসের খবর পেলে তাৎক্ষনিক র‌্যাবকে জানানোর অনুরোধ করেন। এছাড়া বিভিন্ন কেন্দ্র প্রধান ও শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারী শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুজ্জামান, ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. আকরাম হোসেন ও আব্দুর রশিদ প্রমুখ।

বিষয়টি টাঙ্গাইলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। টাঙ্গাইলে নকলমুক্ত পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!