টাঙ্গাইলে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু!

 

 

অনলাইন ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল শহরের বাসটার্মিনাল এলাকায় অবস্থিত সোনিয়া নার্সিং হোমে রোববার(৩ ডিসেম্বর) রাতে ভুল চিকিৎসায় বিলকিস বেগম(৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত বিলকিস টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। এ ঘটনার পর থেকে নার্সিং হোমের চিকিৎসক এমএম মনিরুজ্জামান আত্মগোপণে রয়েছেন।

নিহত বিলকিসের জা চায়না খাতুন জানান, মাস খানেক আগে টনসিল সমস্যা নিয়ে সোনিয়া নার্সিং হোমের চিকিৎসক ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক এমএম মনিরুজ্জামানের কাছে চিকিৎসা গ্রহণ করতে আসেন বিলকিস বেগম। চিকিৎসক এ সময় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য এক সপ্তাহের ওষুধ দেন। প্রাথমিক চিকিৎসার ওষুধ শেষে রোববার বিকালে পুনরায় চিকিৎসকের পরামর্শ নিতে আসেন তিনি(বিলকিস বেগম)। এ সময় চিকিৎসক রোগীকে জরুরিভাবে অপারেশন করতে পরামর্শ দেন এবং অপারেশন না করলে ক্যান্সারে রূপ নিতে পারে বলে সতর্ক করেন। ফলে বিলকিস বেগম অপারেশনের প্রস্তুতিতে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে বিলকিস অপারেশন আজকে(রোববার) না করে ছেলের স্কুল পরীক্ষা শেষে অপারেশন করার দাবি জানান। এ স্বত্তেও চিকিৎসক তাৎক্ষণিক অপারেশনের সিদ্ধান্ত দেন। এতে অপারগ হয়ে বিলকিস অপারেশনে রাজি হন। এরপর বিলকিসের অপারেশন করেন চিকিৎসক এমএম মনিরুজ্জামান। এসময় তাকে অপারেশনে সহযোগীতা করেন অজ্ঞানের চিকিৎসক এমকে মানিক ও সহযোগী সাইফুল ইসলাম বাবু। কিছুক্ষণ পর রোগী বিলকিসকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলেও অচেতন অবস্থায় ছিল বিলকিস। রোগীর এ অবস্থা দেখে চিকিৎসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রোগীর পরিবারের সাথে সাক্ষাৎ করেননি। এমনকি অপারেশন শেষে কোন চিকিৎসাপত্রও(প্রেসক্রিপশন) প্রদান করেননি। এ অবস্থায় বাধ্য হয়ে উপস্থিত সেবিকাদের সহযোগিতায় রোগী বিলকিসের প্রেসার মাপাসহ রোগীর জ্ঞান ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোন উত্তর দেননি। কিছুক্ষণ পর দেখা যায় রোগীর চোখের নীচে কালো আবরণ আর নাকে রক্তক্ষরণ লক্ষ্য করা যায়। এ নিয়ে রোগীর পরিবার উত্তেজিত হয়ে ক্লিনিকের একজন সেবিকাকে ডেকে আনেন। ওই সেবিকা রোগীর চিকিৎসা অনুযায়ী স্যালাইন দেয়ার চেষ্টা করেন। তবে রোগীর হাতে দেয়া স্যালাইন ভিতরে প্রবেশ না করায় ওই সেবিকাসহ পরিবার রোগী মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
নিহত বিলকিসের স্বামী সাইফুল ইসলাম জানান, ডাক্তার নামের কসাই তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে খুন করেছেন। তিনি চিকিৎসক ও সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। সোনিয়া নার্সিং হোমের চিকিৎসক সহযোগী অধ্যাপক এমএম মনিরুজ্জামান ও সোনিয়া নার্সিং হোমের এমডি রেজভী পলাতক থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা যায়নি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম শিবলী সাদিক রোগীর মৃত্যুর কথা স্বীকার করে জানান, বিষয়টি গৃহবধূর পরিবারের সাথে মিমাংসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!