টাঙ্গাইলে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“পুলিশই জনতা জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে মঙ্গলবার রাতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মেহেদি হাসান আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহানুর আলম বিপিএম, কমিউনিটি পুলিশিং কমিটি টাঙ্গাইল মডেল থানার সিপিও মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান দাদু প্রমুখ।
অনুষ্ঠানে ১১নং ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশ থেকে মাদক ও সন্ত্রাস, চাঁদাবাজ এবং জঙ্গিবাদ দুর করতে হলে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশের একার পক্ষে কোন কাজ করা সম্ভব না। প্রত্যেকটি এলাকার মানুষ যদি তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে তাহলেই সেই এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!