টাঙ্গাইলে মানবতার প্রতিক ডাঃ সদর উদ্দিন এসএসকে সম্মাননায় ভূষিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের “স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি” (SSK)এর আওতাভুক্ত হাসপাতালে সেবা প্রদানকারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পদক পেয়েছেন টাঙ্গাইলের কৃতি সন্তান ডাক্তার সদর উদ্দিন। তিনি টাঙ্গাইলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার হিসেবে তিনি মানবতার প্রতীক, একজন উদার মনের মানুষ। সপ্তাহের ছুটির একদিন তিনি কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে ভবনে বসে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। এছাড়াও বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদের ভগ্নিপতি। তার সন্তান ডাঃ তাহমিদ সিয়ামও দেলদুয়ারে কর্মরত ডাক্তার হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। এ বিষয়ে ডা. সদর উদ্দিন ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দৈনিক সকালের সময়’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান জানান, পুরস্কার একটি বিশাল প্রাপ্তি। যে প্রাপ্তি ভবিষ্যতের কাজের অনুপ্রেরনা যোগায়। শুধু আমি না, ভালো কাজ করে সকলেই সম্মানিত হোক এটাই আমার প্রত্যাশা।

স্বাস্থ্য সুরক্ষা কর্মসুচি (এসএসকে)তে বিশেষ অবদান রাখায় ডাক্তার ক্যাটগরীতে ডা. মো. সদর উদ্দিন সহ ১০ জন এসএসকে সম্মাননায় ভূষিত হয়েছেন। অন্যান্যরা হলেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. রুমি আলম, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. খন্দকার সাদেকুর রহমান ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মো. সাইফুল রাহমান খানকে সম্মাননা প্রদান করা হয়। নার্স ক্যাটাগরীতে সম্মাননা পেয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিস. নাজমা খাতুন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিস. রামিছা আক্তার, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিস. অপর্ণা সাহা ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিস. সাজেদা খাতুন।সহায়ক কর্মচারী ক্যাটাগরীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ মো. শরিফুল ইসলাম ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফরহাদ রহমান সম্মাননা পেয়েছেন। সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর এসএসকে’র কেন্দ্রীয় কার্যালয়ের চামেলি হাউসের সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!