টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উৎযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। ২৬ মার্চ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ স্মৃতিস্তম্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ৮টায় টাঙ্গাইল স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পরে অংশ গ্রহণকারীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, সরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার জহুরুল হক ডিপটি, ফজলুল হক বীরপ্রতিক প্রমুখ।

এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে জেলা শিল্পকলা একাডেমীতে মিলাদ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু সদন ও শিশু দিবা যতœ কেন্দ্রলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!