টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জন, আহত ৫

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যানের সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের দুই নারীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে আ‌হত হয়েছে আরও পাঁচজন। তাদের বা‌ড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানায় ব‌লে জা‌নি‌য়ে‌ছে পুলিশ।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপুর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দি‌কে এই ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন, সিরাজগঞ্জ জেলা সদর থানার সা‌হেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উ‌দ্দিন সরকারের ছে‌লে হাজী আব্দুল ক‌রিম সরকার (৬০), ক‌রি‌মের স্ত্রী মা‌তোয়ারা সরকার (৫০), মে‌য়ে কা‌নিজ ফা‌তেমা (৩০)। আহতরা হ‌লেন, নিহত ক‌রি‌মের জামাতা হাজী সে‌লিম, না‌তি সা‌মি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)। আহত‌দের সিরাজগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তারা মাই‌ক্রোবাস‌যো‌গে সিরাজগঞ্জ থে‌কে টাঙ্গাই‌লে এক আত্মীয় বা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছিলেন। নিহত কানিজের স্বামী সেলিম জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাসটি দ্রুত যাওয়ার জন্য কাভার্ডভ্যান‌টি অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান‌টিকে ধাক্কা দেয়। এ‌দি‌কে দুর্ঘটনার পর মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দুর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়।

বঙ্গবন্ধু সেতুপুর্ব থানার অ‌ফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাসটি ও কাভার্ডভ্যান‌টি সেতু পার হওয়ার পর সেতুপূর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে মাইক্রোবাস‌টি (ঢাকা মে‌ট্রো ‘চ’- ১৫-৩৪৭৯) কাভার্ড‌ভ্যান‌টি‌কে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ একই প‌রিবা‌রের তিনজন ঘটনাস্থ‌লে নিহত হন। এতে আহত হন আরও পাঁচজন। নিহতরা একই পরিবারের আব্দুল করিম সরকার তার মাতোয়ারা সরকার ও মেয়ে কানিজ ফাতেমা। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটির চালক পলাতক রয়েছেন। তি‌নি আ‌রও জানান, দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও মরদেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। আই‌নি প্র‌ক্রিয়া শে‌ষে লাশ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!