টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতদের ইয়াবা ব্যবসায়ী দাবি করে বিজিবি জানিয়েছে, এ ঘটনায় তাদের বিজিবি সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আজ ৩০ সেপ্টেম্বর, সোমবার ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন, জামাল (২৭) ও মো. ইউনূছ (২১)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সূত্রে জানা যায় ইয়াবার বড় চালান পাচার করছে সংঘবদ্ধ পাচারকারীরা। এ সংবাদ পেয়ে সোমবার ভোরে দক্ষিণ দমদমিয়া এলাকায় অভিযানে যান বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

এসময় দুটি দেশীয় তৈরি অস্ত্র, ৫০ হাজার ইয়াবা, তিন রাউন্ড কার্তুজ, তিনটি কিরিচও উদ্ধার করে বিজিবি।

গুলিবিদ্ধদের প্রথমে টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতাল নেয়া হচ্ছিলো। পথেই ওই দুজন মারা যান। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে বিজিবি কর্মকর্তা লে. ফয়সল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বন্দুকযুদ্ধে বিজিবির তিন সদস্যও আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!