তেল নিতে গিয়ে বিস্ফোরণে ১৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে চুইয়ে পড়া তেল নিতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন।

রবিবার সকালে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও দ্য ডন’র।

জানা গেছে, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। এসময় কন্টেইনারের লিকেজে আগুন ধরে গেলে এটি বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধারকাজ শুরু করে। আহতদের ভাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালসহ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।

ডন জানিয়েছে, আহতদের জেলা হাসপাতালের পাশাপাশি বাহওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!