দুই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন সঞ্চালক! (ভিডিও)

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠকে কূটনৈতিক নিয়মকানুন থেকে দূরে সরে সহজ সরল মজায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও লিংকের মাধ্যমে কলকাতা-ঢাকা-খুলনা মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর পরবর্তী সূচি ঘোষণা করেন সঞ্চালক। সে সময় দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নীচে আসতে অনুরোধ করেন ভারতীয় ওই আধিকারিক। এবং তা করতে গিয়েই ভুল শব্দ ব্যবহার করে বসেন তিনি।

সঞ্চালকদের একজন বলে বসেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু নাউ প্লিজ স্টেপ ডাউন।’

স্টেপ ডাউন‘ কথাটি বিভিন্ন ক্ষেত্রেই ‘পদত্যাগ’ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সাংবাদিক ও আমলাদের মধ্যে থেকে কেউ ভুল ধরিয়ে দিতেই হায়দরাবাদ হাউজের ওই ঘরে হাসির রোল ওঠে।

সবাইকে চমকে দিয়ে সবেচেয় বেশি হেসে ওঠেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। এই ভিডিও ধরা পড়েছে সংবাদসংস্থা ANI-এর ক্যামেরাতে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!