শরীয়তপুরে চোখে টর্চ পরার ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুর সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে শাহিন মাদবর (৩০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে।শাহিন মাদবর দক্ষিণ গোয়ালদি গ্রামের সিরাজ মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গোয়ালদি গ্রামের শাহজাহান স্টোরে বসে মঙ্গলবার রাতে শাহিন মাদবর এবং সিরাজ বেপারীর ছেলে জামাল বেপারীসহ অনেইকেই আড্ডা দিচ্ছিলেন। তখন শাহিন মাদবরের চাচাতো ভাই আক্তার মাদবর টর্চ লাইটের আলো মারলে জামাল বেপারীর চোখে আলো পড়ে। এ নিয়ে শাহিন মাদবর এবং জামাল বেপারীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় শাহিন মাদবরের শরীরে ইট এসে পড়লে তিনি গুরুতর আহত হন। শাহিনকে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!