পাবনায় বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতি বিরোধী শপথ ও মানববন্ধন অনুষ্ঠিত

 

 

নিজস্ব প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতি বিরোধী শপথ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ শেষে সকাল ১১ টা পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সার্বিক সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৩০টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এই মানবন্ধনে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেন। এর সাথে পাবনার সর্বস্তারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। প্রায় ১০ হাজার শিক্ষার্থী, শিক্ষকের অংশ গ্রহণে রাস্তার দুই পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে এই মানবন্ধনের বিস্তৃতি ছড়িয়ে পড়ে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে শপথগ্রহণ ও মানবন্ধনে জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, দুদক পাবনার উপ পরিচালক আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক রেখা রানী বালো। এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী,সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করেন।

pabna-dudok-pic-------

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!