দূষিতবায়ুর শীর্ষে ঢাকা শহর

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লকডাউনের সময় ঢাকার বায়ুর মান ভালো হয়েছিল। ফের অস্বাস্থ্যকর হয়ে উঠেছে ঢাকার বায়ু। বিশ্বের সব দেশকে পেছনে ফেলে আজ শনিবার (২১ নভেম্বর) দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

গত বছর ঢাকার বায়ুমান সূচক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। তখন পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় প্রতিদিন পানি দেওয়াসহ দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেন আদালত।

মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতা ৫০ একিউআই হলেও ঢাকার বায়ুমান সূচক আজ সকাল থেকে মানুষের স্বাভাবিক সহ্য ক্ষমতার ৬ গুণ ওপরে অবস্থান করছে। বাতাসে অতিরিক্ত ধূলিকণার কারণে দিনভর ঢাকায় ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাই সফটওয়্যার এয়ার ভিজ্যুয়ালের তথ্য মতে, আজ বিকাল ৪টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ৩১৫ একিউআই। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫ এর উপস্থিতি রয়েছে ২৬৪.৭ ঘনমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!