দেবীগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবসে বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও এ স্লোগানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় দেবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মটর শ্রমিক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, অটো বাইক শ্রমিক, ট্রাক্টর শ্রমিকরা র্যালী নিয়ে দেবীগঞ্জ ঐতিহাসিক দেবদারু তলায় আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-২৬৪) দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আ.স.ম নূরে আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের মাননীয় সাংসদ এ্যাড. নুরুল ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ মহান মে দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। সকল শ্রমিকদের মধ্যে তিনি ঐক্য গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করেন। আলোচনা সভায় উপস্থিত সুধী জনদের মধ্য থেকে দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আ.স.ম নুরুজ্জামান মাননীয় সাংসদের নিকট দেবীগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপনের দাবি জানালে সাংসদ বাস টার্মিনাল স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!