দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে : নীলফামারীতে পানি সম্পদ মন্ত্রী

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুরের বন্যা কবলিত এলাকা ও ভেঙ্গে যাওয়া শহর রক্ষা বাঁধ পরিদর্শন করে উপস্থিত এসময় মন্ত্রীর সাথে বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সবাইকে সচেতন থাকতে হবে। কয়েকদিনের বর্ষণে  জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত নির্মাণের নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!