“নিইউয়র্কে তারেক রহমানের জন্মদিন উদযাপন”

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৫৪ তম জন্মদিন উপলক্ষে নিউইর্য়ক মহানগর বিএনপির উদ্যোগে ২০ নভেম্বর নিইউয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে নেতাকর্মীরা আনন্দ উদ্দীপনার সাথে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে উদযাপন করা হয়।

মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক আশরাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, প্রধানবক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভূইয়া, বিশেষ অথিতি রফিকুল ইসলাম ডলার, মাওলানা অলিউল্লাহ আতিক, সাইদুর রহমান সাইদ, রুহুল আমিন নাসির, আলমগীর হোসেন মৃধা, এ্যাড: রেজবুল কবির, কামাল উদ্দিন দিপু, আবু জাফর ফরাজী, হুমায়ুন কবির।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম হাবিবুর রহমন, হাফিজুর রহমান চৌধুরী রবিনস, আরিফুল ইসলাম তুহিন, অহিদুজজামান রিয়াদ, মহিলা সম্পাদিকা জোহরা বেগম, তরিকুল ইসলাম প্রিন্স, মারুফ আহমেদ, মুক্তিযাদ্ধা অহেদ আলী মন্ডল, ফয়সাল পাটোয়ারী, মাওলানা আবুল কালাম, মিজানুর রহমান, মোস্তাক আহমেদ, মুক্তিযাদ্ধা মসিউর রহমান, এম এ কাইউম হোসেন, মো: আলি হাসান, মো: কামাল হোসেন, আবুল বাসার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, নুরুল হক প্রমুখ।

অনুষ্ঠান চলাকালে একপর্যায়ে এসে উপস্থিত হন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাসরত বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা এবং বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী। ওয়াশিংটন হতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত ভারজিনিয়া স্টেট সিনেট নির্বাচনে অংশ গ্রহনকারি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু।

বক্তারা বলেন, ‘নির্বাচনের দিন শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করবো। বুকে বুক বেঁধে লড়াই করবো। ৩০ ডিসেম্বরের পর থেকে দেশে স্বাধীন মানুষের পতাকা উড়বে।’

বক্তারা আরো বলেন, ‘সুযোগ একটা এসেছে। হাত-পা বেঁধে রাখার মধ্যেও আমাদের এগুতে হবে। নির্বাচনে আমাদের সকল অস্ত্র নিয়ে নামতে হবে। আর সেই অস্ত্র হলো ভোটের অস্ত্র। প্রতিরোধের দেয়াল তৈরির বিকল্প নেই, জনগণকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে।’

‘জনগণের শক্তি দিয়ে অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। প্রতিরোধ তৈরি করতে হবে। এটা বাঁচা-মরার সংগ্রাম।’

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিক। প্রেস বিজ্ঞপ্তি- যুক্তরাষ্ট্র বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!