নিরাপত্তার জন্যই সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দীর্ঘ ২২ বছর পর হঠাৎ সেন্টমার্টিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সেন্টমার্টিনের নিরাপত্তার জন্যই সেখানে বিজিবি মোতায়েন করেছি। সেন্টমার্টিন আমাদের শেষ সীমানা। সেখানে আগেও বিজিবি মোতায়েন ছিল। আমরা আবার মনে করেছি সেখানে বিজিবি মোতায়েন করা দরকার। সবকিছুই আমাদের মাথায় রয়েছে।’

রবিবার (৭ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে বিজিবি মোতায়েন থাকবে বলেও তিনি জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সেন্টমার্টিনকে নিজেদের সীমানা দাবি করায় বিজিবি মোতায়েন করা হয়নি। তবে সেই বিষয়টি আমাদের মাথায় রয়েছে; সেটা আপনারাও জানেন। আমাদের এলাকায় আমরা বিজিবি মোতায়েন করতেই পারি।’

প্রসঙ্গত, রবিবার (৭ এপ্রিল) থেকে সরকারি নির্দেশ মোতাবেক ভারি অস্ত্রসহ সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত পাহারার অংশ হিসেবে সরকারি সিদ্ধান্তে এটি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।

দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা রবিবার বিকেলে জানান, ১৯৯৭ সালের আগ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে বিজিবি (তৎকালীন বিডিআর) ছিল। এরপর থেকে সেখানে বিজিবির কার্যক্রম বন্ধ ছিল। এতদিন ধরে কোস্টগার্ড সদস্যরা ওই সীমানা পাহারা দিয়ে আসছিল। কিন্তু এবার সেন্টমার্টিনে বিজিবির একটি বিওপি স্থাপনের কার্যক্রম চলছে। তাই সেখানে টহল দিচ্ছে বাহিনীটি। এটা নিয়মিত টহলের অংশ বলেও জানান তিনি।

সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করার মতো কোনও বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে কিনা- জানতে চাইলে মোহসীন রেজা বলেন, ‘না, কোনও বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়নি। সারা দেশের সীমান্ত যেভাবে পাহারা হয়ে থাকে, সেভাবেই সেন্টমার্টিনে বিজিবির সদস্যরা পাহারায় থাকবে। আর বিজিবি তো সব সময় অস্ত্র নিয়েই পাহারায় থাকে। এখানে ভারি অস্ত্র বলতে তেমন কিছু বোঝানো হয়নি।’

তিনি বলেন, ‘সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটেছে। টেকনাফ থানার একটি ফাঁড়ি রয়েছে সেন্টমার্টিনে। তবে বর্তমান সরকার মনে করছে, সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি মোতায়েন দরকার। তাই বিজিবি মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুসহ বেশকিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্টমার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করলেও পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে সরে আসতে বাধ্য হয় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!