নির্বাচন প্রচারণায় রিজভীসহ বিএনপি নেতাদের উপর সন্ত্রাসী হামলায় তারেক রহমানের উদ্বেগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা সিটি উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এর পক্ষে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় সরকারদলীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ বেশ কিছু নেতাকর্মীকে আহত করে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বর্তমানে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীদের এই বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আগামী ১ ফেব্রুয়ারী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী আধিপত্য বজায় রাখতে এবং জনগণকে ভয় পাইয়ে দিতেই বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার ওপর আজকের রক্ত ঝরানো পৈশাচিক হামলা সংঘটিত করলো সরকারদলীয় সন্ত্রাসীরা। বর্তমান সরকারের আমলে এটি ঘৃন্য দৃষ্টান্তেরই ধারাবাহিকতা। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। ঢাকা সিটি নির্বাচনকে কেন্দ্র করে এর ব্যাপকতা আরও লাগামহীন হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদের চেহারা কী বিভৎস রুপ ধারণ করবে ঢাকা সিটি নির্বাচনে সরকারের সন্ত্রাসী মহড়ার মধ্য দিয়ে সেটিরই বহি:প্রকাশ ঘটানো হচ্ছে। আজকের এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন যোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। ধানের শীষের গণজোয়ারে ইর্ষান্বিত হয়েই সরকারদলীয় সন্ত্রাসীরা আজকে বিএনপি নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা সংঘটিত করেছে। সরকার গণভিত্তি হারিয়ে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে সশস্ত্র ক্যাডারদেরকে লেলিয়ে দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীদের ওপর মরণকামড় দিচ্ছে। বিএনপি প্রার্থীদের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় যখন জাতীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলা সংঘটিত হচ্ছে তখন ১ ফেব্রুয়ারী নির্বাচনের দিন নির্বাচনী পরিবেশ কি হবে তা জনগণ সহজেই আন্দাজ করতে পারছে। তবে ভোট দেয়ার সুযোগ পেলে ভোটাররা বর্তমান ভয়াবহ দু:শাসনের বিরুদ্ধে তাদের রায় দিতে ভুলবে না।

আওয়ামী সন্ত্রাসীদের আজকের এই কাপুরুষোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসবি এ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!