নীলফামারীতে বাজেট-ওয়াল আপনার ভাবনা কি?

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী বাজেটে নীলফামারী জেলায় কোন খাতে কি কি বরাদ্দ চান? কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কর্মস্থান, নারী ও শিশু, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, তারুন্য, আবাসন, আদিবাসী, অন্যান্য বিষয় জেলার নাগরিক ভাবনাকে তুলে আনতে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস), গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) এর সহযোগিতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন-নীলফামারী জেলা কমিটির আয়োজনে রবিবার(২১ মে) নীলফামারী জেলা শহরের প্রানকেন্দ্র চৌরঙ্গী মোড় ও সোমবার(২২,২৩ মে) ডোমার উপজেলার চিলাহাটিতে দুই দিন ব্যাপী “সামনেই বাজেট আপনি কি ভাবছেন?” শিরোনামে বাজেট ওয়াল কর্মসূচী পালন করা হয়।
এর আগে ২১ মে সকাল ১০: ০০ টায় বাজেট ওয়াল কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, , গণতান্ত্রিক বাজেট আন্দোলন কমিটির আহ্বায়ক মোছাঃ নাছিমা আক্তার,নীলফামরী, ইউএসএস ক্যাম্পাস প্রকল্প চিলাহাটির এর প্রকল্প সমন্বয়কারী এম এ রউফ। বাজেট ওয়ালে নীলফামারীর জেলার শিক্ষক, সাংবাদিক, শিল্পী, যুবক, ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সর্বস্তরের জনগন আগামী বাজেটে তাদের ভাবনা ও প্রত্যাশা বাজেট ওয়ালে তুলে ধরেন। কর্মসুচীতে সহায়তা করেন ডিবিএম জেলা কমিটির সদস্য, ইউএসএস, কর্মী ও প্রথম আলো বন্ধু সভার সদস্য, যুব প্রচেষ্টা চিলাহাটি এর যুব সদস্যরা। ভিন্নধর্মী এই আয়োজনে জনমনে বেশ আলোচনার ঝড় উঠেছে, বাজেট ওয়ালের মাধ্যমে আগামী বাজেটে নিজের মতামত দিতে পেরে আনেকই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশপাশি বাজেট নিয়ে মানুষ তার মনের নানা ক্ষোভ, দুঃখ ও হতাশাও ব্যক্ত করছেন। কর্মসুচীর ফলে গণতান্তিক বাজেট আন্দোলন এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে যেমন মানুষ জানতে পারছে তেমনি জন-অংগ্রহণের গুরুত্ব সম্পর্কে জন-সচেতনতা বৃদ্ধি পেয়েছে।  দুইদিন ব্যাপী বাজেট ওয়ালে নীলফামারী জেলার নাগরিকগণ নীলফামারী জেলার উন্নয়নে ৮৪ প্রকার তাদের  ভাবনা বা চাহিদা তথা প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
নীলফামরী জেলার জনগনের প্রত্যাশা বা ভাবনা:
ক্রমিক    চাহিদা
০১    গণমূখী বিকেন্দ্রীকরণ বাজেট চাই
০২    বিদ্যুৎ বিভ্রান্ত বন্ধে বাজেট চাই
০৩    গ্রামীন নারিদের জন্য বাজেট চাই
০৪    শিক্ষা ক্ষেএে আই সি টি উন্নয়ন এবং ওয়াই ফাই সংয়োগের বাজেট চাই
০৫    কৃষি নির্ভর  নীলফামারী জেলাতে কৃষি উন্নয়নের যথাযথ বরাদ্দ চাই
০৬    শিক্ষার জন্য আলাদা বরাদ্দ চাই
০৭    প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির জন্য যথাযথ বাজেট  চাই
০৮    প্রত্যেক বিদ্যালয়ে পাঠদান চাই
০৯    রাস্তার রোড বাতির উন্নয়ন চাই
১০    শিক্ষা উন্নয়নে বেশি বরাদ্দ দিতে হবে
১১    জেলা ভিত্তিক বাজেট চাই
১২    কৃষিতে ভূর্তকী করতে হবে
১৩    বিদ্যুৎ এর ঘাটতি কমাতে হবে ও বিদ্যুৎ খাতে বাজেট চাই
১৪    শিক্ষা খাতে বেশি বরাদ্দের মাধ্যমে শিক্ষার উন্নয়ন নিশ্চিত করন
১৫    বিজ্ঞানের ওপরে পর্যাপ্ত পরিমানে বাজেট চাই
১৬    তথ্য প্রযুক্তি খাতে বাজেট চাই
১৭    শিক্ষা খাতে প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে বাজেট চাই
১৮    রাস্তার উন্নয়নে বাজেট চাই
১৯    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের বাজেট চাই
২০    শিশুদের উন্নয়নের আলাদা বাজেট চাই
২১    স্বাস্থ খাতে বাজেট চাই
২২    সকল বাজেটের সুষ্ঠ প্রয়োগ ও সমঝোতা চাই
২৩    নীলফামারী জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও আধুনিক সদর হাসপাতালকে উন্নত করার জন্য বাজেট চাই
২৪    নীলফামারীতে গ্যাস চাই
২৫    গ্রামীন নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বাজেট চাই
২৬    ভবানী গঞ্জে একটি পশু হাসপাতাল চাই
২৭    মাদক মুক্ত সমাজ চাই, নেশাগ্রস্থদের সুচিকিৎসা চাই
২৮    চিলাহাটি কলেজে সম্মানশ্রেণী চাই
২৯    বিকেন্দ্রীকরণ বাজেট চাই
৩০    ছাত্র ছাত্রীদের চলাচলের সুবিধার জন্য রেল ব্রীজ চাই
৩১    শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন বাজেট চাই
৩২    জেন্ডার সংবেদনশীল বাজেট চাই
৩৩    রাস্তাঘাটের উন্নয়ন চাই
৩৪    চিলাহাটিতে স্থলবন্দর চাই
৩৫    মাষ্টার পাড়া থেকে বটতলী পাকা রাস্তা চাই
৩৬    বোতলগঞ্চ থেকে থেকে পূর্বপাশে রাস্তা সংস্কার
৩৭    দুনীতিমুক্ত বাংলাদেশ চাই
৩৮    ক্রিকেট স্টোডিয়াম চাই
৩৯    চিলাহাটিতে থানা চাই
৪০    ডোমার উপজেলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের জন্যপ্রশিক্ষণ কেন্দ্র চাই
৪১    চিলাহাটিতে ফায়ার সার্ভিস চাই
৪২    চিলাহাটিতে হাসপাতাল চাই
৪৩    চিলাহাটি থেকে ভাউলাগঞ্জ যাওয়ার রাস্তা চাই
৪৪    নারী ও শিশুর উন্নয়ন চাই
৪৫    ভালো শিক্ষকের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন চাই
৪৬    ত্রান বিতরনে দুনীতি দমন চাই
৪৭    কর্মসংস্থান চাই
৪৮    যৌতুক মুক্ত সমাজ চাই

৪৯    শিক্ষা বাজেটে উন্নতি চাই

nilfamari_2


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!