নোবিপ্রবিতে সিএসটিই বিভাগের প্রথম এ্যলামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন  ২০১৮ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের প্রথম এ্যলামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত ৮টা থেকে আজ শুক্রবার (১৩ এপ্রিল) রাত ৮টা পর্যন্ত বিভাগের ১ম থেকে ৭ম ব্যাচের এ্যলামনাইদের অংশগ্রহণে, অনলাইনের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। এর আগে সিএসটিই বিভাগের চেয়ারম্যান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হুমায়ূন কবির এক ভিডিও বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ও এ্যলামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।

সিএসটিই বিভাগের এ্যলামনাই অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী ২৫ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি পদে ১ম ব্যাচের আবুল কালাম আজাদ , সাধারণ সম্পাদক পদে ২য় ব্যাচের মারুফ হাসান বুলবুল, সহ-সাধারন সম্পাদক পদে ফাহিদুল ইসলাম শাওন (৪র্থ ব্যাচ) ও হাসনাত রিয়াজ (৪র্থ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক পদে এ. কিউ. এম. সালাউদ্দিন পাঠান (৬ষ্ঠ ব্যাচ), শিক্ষা-প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ইয়াসিন কবির (৪র্থ ব্যাচ), সমাজ কল্যাণ সম্পাদক পদে অহিদুর রহমান সুমন (৪র্থ ব্যাচ) এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক পদে নিশু নাথ (৪র্থ ব্যাচ) নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ সাইফুর রহমান (২য় ব্যাচ)  ও বিশ্বজিৎ ঘোষ (১ম ব্যাচ), কোষাধ্যক্ষ পদে মোঃ মঈনুদ্দিন (১ম ব্যাচ), যোগাযোগ ও প্রচার সম্পাদক পদে মোঃ হাসিবুর রহমান (৬ষ্ঠ ব্যাচ), সংস্কৃতি সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান মাহি (১ম ব্যাচ) ও কার্যকরী সম্পাদক পদে এখলাছুর রহমান (৫ম ব্যাচ), মোঃ ফারহাত-বিন-জামান (২য় ব্যাচ), মোঃ ইসমাইল হোসেন (৫ম ব্যাচ), শুভ্রজিত রয় (৬ষ্ঠ ব্যাচ), মৌসুমি আক্তার (৬ষ্ঠ ব্যাচ), সৈয়দ মাহমুদ রায়হান  (৬ষ্ঠ ব্যাচ), তুষার কান্তি কর (২য় ব্যাচ), ইসরাত শারমিন জুঁই (৪র্থ ব্যাচ), তাহসিন-উল-আবরার (৪র্থ ব্যাচ), প্রিন্স ফয়সাল আহমেদ (২য় ব্যাচ) ও মঞ্জুরুল আলম মহসিন (২য় ব্যাচ) নির্বাচিত হন।

অ্যাসোসিয়েশনের বিষয়ে নির্বাচিত সভাপতি ও প্রথম ব্যাচের শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন,  আমি খুবই আনন্দিত যে, সিএসটিই বিভাগের সকল এ্যলামনাইদের সহযোগিতায় নোবিপ্রবিতে প্রথম বারের মত নির্বাচনের মাধ্যমে সিএসটিই বিভাগে এ্যলামনাই অ্যাসোসিয়েশন গঠিত হল। এ জন্য আমি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই এ্যলামনাই অ্যাসোসিয়েশন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সিএসটিই বিভাগকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

এ বিষয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২য় ব্যাচের শিক্ষার্থী মারুফ হাসান বুলবুল বলেন, অ্যাসোসিয়েশন এবং ডিপার্টমেন্টের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচন করেছি। মেম্বারদের এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের সহযোগিতা এবং তাদের উন্নতির জন্য কাজ করে যাব। সকলের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভ্রাতৃত্ব-বোধ তৈরি করার চেষ্টা করব। আসুন আমাদের সকলের জন্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নির্বাচনের সাথে জড়িত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।

নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাহমুদুল হাসান রানা (১ম ব্যাচ) এবং নির্বাচন কমিশনার হিসেবে মাহফুজুল আলম (৩য়   ব্যাচ) ও জায়েদ-উস-সালেহিন (১ম ব্যাচ) দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!