পঞ্চগড়সহ ৪ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে রংপুর বিভাগের পঞ্চগড়সহ ৪ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের চালক জালাল উদ্দিনকে ডিবি পুলিশ মারধর করে হত্যার অভিযোগে পঞ্চগড়সহ উত্তরের চার জেলায় বৃহস্পতিবার (২৫এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগের পঞ্চগড় জেলা সহ ঠাকুরগাঁও দিনাজপুর ও নীলফামারী মোট ৪টি জেলায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে অনির্দিষ্টকালের ডাকা পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে এই ধর্মঘট প্রত্যাহার করেন মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, নিহত বাস চালক জালাল উদ্দিনের পরিবারকে ৫ শতক জমি, সরকারি ভাবে একটি বাড়ি নির্মাণ, তার ছেলে-মেয়ের লেখা-পড়ার দায়িত্ব এবং প্রতি মাসে পরিবারের ভোরণ পোষণের জন্য একটি নির্দিষ্ট ভাতা প্রদান করা হবে। এছাড়া হত্যাকাণ্ডে সাথে জড়িত যে কেউ হোক না কেন তাদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি’।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোসারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!