পঞ্চগড়ে আরডিআরএসের পক্ষ থেকে দুস্থ্যদের মাঝে বিনামূল্যে রিং স্লাব বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় পঞ্চগড় ইউনিটের আওতাধীন বিভিন্ন শাখা অফিসে বিশেষ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

এরই অংশ হিসেবে বুধবার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে ১২৫ জন দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে ৫টি করে রিং ও ১টি করে স্লাব বিতরণ ও ১১৫ জন সদস্যের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এই কার্যক্রমের আয়োজন করে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভজনপুর ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়’র কর্মসূচি ব্যবস্থাপক রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!