খানসামার পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য সংগ্রহ কার্যক্রম

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় অবস্থিত পাকেরহাট গণগ্রন্থাগারের সদস্য সংগ্রহ কার্যক্রম জোর কদমে এগিয়ে চলছে। উল্লেখ্য, প্রায় দুই যুগ পরে নতুন আঙ্গিকে খানসামার তরুনদের প্রচেষ্ঠায় গত ২৩ ফেব্রুয়ারী/১৭ পাকেরহাট গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন হয়। গণগ্রন্থাগারের নিজস্ব কোন ভবন না থাকায় ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের উত্তর পার্শ্বে একটি পরিত্যক্ত কক্ষে এর প্রাত্যাহিক কার্যক্রম চলছে।
উদ্বোধনের পর থেকে সকল বয়সের পাঠকরা গ্রন্থাগারের বই পড়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে, পাঠক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে গত ২৬ এপ্রিল থেকে পুরো উদ্যোমে সদস্য সংগ্রহ করার কার্যক্রম শুরু হয়েছে।
এজন্য সকলকে সদস্য ফরম সংগ্রহ ও পূরণ করে সদস্য হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সদস্য ফরম পূরণ করতে উল্লেখিত সদস্যের জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদের ছায়ালিপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষার্থীদের জন্য ফরমের মূল্য সর্বনিম্ন ৩০ টাকা, পেশাজীবীদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা এবং বিকেল ৪ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকায় নতুন সদস্য ভর্তি ফরম পাকেরহাট গণগ্রন্থাগারে থেকে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!