পাবনার বেড়ায় প্রাথমিকের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ অনুষ্ঠান পহেলা জানুয়ারি দুপুরে বেড়ার কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।

ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার কচিকাচা শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।

মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।

এমপি ফিরোজ বলেন, আজকের শিশুরা আগামিতে যোগ্য মানুষ হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। বাবা মার ভালো সন্তান ও দেশের সুনাগরিক হতে হলে লেখাপড়া করতে হবে। তিনি বলেন, আমাদের সময়ে পুরাতন বই দিয়ে পড়েছি। অথচ
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলষ্ট নেতৃত্বের ফলে তোমরা প্রতিবছর নতুন নতুন বই পাচ্ছো।

মোকবুল হোসেন ও রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগ পাবনার ভারপ্রাপ্ত উপপরিচালক আফরোজা আখতার, বেড়া উপজেলা
আওয়ামীলীগের সম্পাদক, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর, এলজিএসপি-৩ মো: মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: তোফাজ্জল হোসেন।

আয়োজকরা জানান, এলজিএসপি-৩ এর আওতায় মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেনের পৃষ্টপোষকতায় ক্ষুদে চার হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বইয়ের সাথে নতুন স্কুলব্যাগ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজ সেবক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!