পাবিপ্রবিতে মাদকবিরোধী সমাবেশে ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণা মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ উপলক্ষ্যে ক্যাম্পাসে মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালি শেষে এক সমাবেশে উপাচার্য এই ঘোষণা দেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীরা হাত তুলে উপাচার্যের ঘোষণাকে সমর্থন জানান। শিক্ষার্থীরা মাদককে না বলুন বলে শ্লোগান দেন।

প্রক্টর অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে মাদক ও সন্ত্রাস বিরোধী র‌্যালি বের হয়। উপাচার্যের নেতৃত্বে র‌্যালিতে শিক্ষার্থীরা মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, প্ল্যাকার্ড, ফেষ্টুন বহন করেন। মাদকের কুফলতা সম্পর্কে পোষ্টার ছিল চোখে পড়ার মতো। র‌্যালি শেষে স্বাধীনতা চত্বরের খোলা বেদির সামনে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা মাদক বিরোধী সমাবেশ করেন।

সমাবেশে সমবেতদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী বলেন, মাদক একটি পরিবার, সমাজ, দেশ এমনকি একটি জাতিকেও ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে অনেকের জীবন, পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। মাদকবিরোধী সচেতনতাই পারে মাদক থেকে আমাদের সবার স্বজনকে রক্ষা করতে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সবার মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে হবে। আওয়ামীলীগ সরকার দেশকে মাদকমুক্ত করতে বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় পাবিপ্রবি ক্যাম্পাসকে মুক্ত ঘোষণা করা হলো। আইনশৃংখলা বাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। সকলের সহযোগিতায় এই ক্যাম্পাস সারাদেশের মধ্যে মাদকবিরোধী অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সবচেয়ে ভয়াবহ সমস্যার কারণে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমাদের সকলের উচিত এই অভিযানকে সমর্থন ও সহযোগিতা করা।

কোষাধক্ষ্য প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে মাদক মুক্ত করেই ছাড়বে। আমরা মাদকমুক্ত বাংলাদেশ পাবো আর কিছুদিনের মধ্যেই।

জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন প্রক্টর ড. প্রীতম কুমার দাস, সহকারী প্রক্টর উত্তম চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি শামসাদ ফখরুল ও কর্মচারী পরিষদের সভাপতি জামসেদ পলাশ।

বার্তা প্রেরক
মোঃ ফারুক হোসেন চৌধুরী
সহকারী পরিচালক
জনসংযোগ দপ্তর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!