পিতার নামে স্কুলের শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ করলেন পুত্র জীবন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ীতে মরহুম পিতার নামে গড়া ‘খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সুযোগ্য পুত্র রান ডেভেলোপমেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি এবং ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এর সহদর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।

আজ মঙ্গলবার (১২জুন) সকাল দশটায় পৌর শহরের ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি সংলগ্ম ওই প্রতিষ্ঠান প্রাঙ্গণে শতাধিক অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছরের ন্যায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ঈদসামগ্রী হিসাবে শার্ট, প্যান্ট, শাড়ী, লুঙ্গী, থ্রী-পিচ ও নগদ অর্থ বিতরণ করেন।

এর আগে ধনবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে স্থানীয় দরিদ্র অসহায় পরিবার ও পরে তাঁর গ্রামের বাড়ী মুশুদ্দি খন্দকার পাড়ার দরিদ্র পরিবারের সকল সদস্যদের মাঝে চিনি, সেমাই, দুধ ও নগদ অর্থ বিতরণ করেন।

এসব ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বিশিষ্ট সমাজ সেবিকা মাহমুদা শিরীন শিল্পী, দুই মেয়ে ভিখারুন্নেছা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী খন্দকার মায়িশা মালিহা জয়িতা ও একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী খন্দকার আজরা সাবিহা অর্পিতা এবং একমাত্র ছেলে ঢাকার এক্সেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র খন্দকার মোস্তাকিমুল ইসলাম, খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহীন সুমনা, সহকারি শিক্ষক খোরশেদা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় অসহায় দরিদ্র ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!