প্রতীতির বর্ষবরণ ১৪২৫

২২শে এপ্রিল ২০১৮ সিডনীর রেডগাম সেন্টার এ অনুষ্ঠিত হোল  প্রতীতির বর্ষবরণ।

প্রথমে সুমিতা দে র পরিচালনায় শিশু-কিশোরদের পরিবেশনা। ওরা তিনটি গান পরিবেশন করে।  আলো আমার আলো, আল্লা ম্যাঘ দে ও তাকডুম তাকডুম বাজাই  বাংলাদেশের ঢোল।

এর পর ছিল পঞ্চ-কবির গান, বিরতীর পর কবিতা পাঠের আসর, ২য় পর্বে বাউল শাহ আবদুল করিমের গান।

সবশেষে সেরা বাঙালি সাজের দর্শকদের মধ্যে বেশ কজনকে প্রতীতি পুরস্কার প্রদান করে।

অংশগ্রহণ করেনঃ

সিরাজুস সালেকিন, আবদুল ফারুক, অরুণ মৈত্র, রাফিউল ইসলাম, সৈয়দ আশিক ই ইলাহী চৌধুরী, অনুপম রায়, ফয়সাল শুভ, অনুপম গোস্বামী, ওয়াসিফ আহমেদ,  মমতাজ জাহান, তামিমা শাহরীন, সুমিতা দে, অদিতি শ্রেয়সী বড়ুয়া, তাহমিনা খান পিউ, তনুশ্রী রায়, নাফিসা আসিফ, রুমানা ফেরদৌস, শরিফা মুন্নী, রোজলিন তুলি, তানিয়া, লরিনা রোজারিও, সাজিয়া হাসান প্রইতী।

নৃত্যেঃ অন্তরা চৌধুরী।

পাঠ ও ধারা বর্ণনায়ঃ রুমানা সিদ্দিকী।

কবিতা পাঠে অংশ গ্রহণ করেনঃ  সুদিপ্তা গোস্বামী, অনিরুদ্ধ মোদক,  শাহীন শাহনেওয়াজ, কণা, শিরশেন্দু, রুমানা সিদ্দিকী।

তবলায়ঃ  শান্তনু কর, কী বোর্ডেঃ আশিক সুজন,     বাশীঃ বাপ্পাদিত্ত্য।

শব্দে নিয়ন্ত্রনেঃ সৌর পাণ্ডে,    সার্বিক ব্যাবস্থাপনায়ঃ সাজ্জাদুল আনাম চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!