রুদ্র ম আল-আমএর কবিতা-প্রথম দেখায়

প্রথম দেখায়
–রুদ্র ম আল-আমিন

সেই প্রথম দেখেছিলাম একদিন আমি তাঁরে;
হালকা পাতলা ধবধবে গরণে, পরনে তাঁহার
একফালি নেভীব্লুর শাড়ি,
সেইদিন সখ ক’রে পড়েছিলো বটে ।
গাঁয়ের মেয়ে অল্পভাষী,তবুও মৃদু কন্ঠে বলেছিলো আমায়” সে”ঃ
“যেতে পারি আপনার দেশে”
তাঁহার ঠিকানা জানিবার তরে দরকষাকষি হইলো অনেকক্ষন তবে,
প্রথম দেখায়, প্রথম ভালবাসা
আপনার হইলো সেইদিন শাখ বাজিবার তরে।
পরদিন ব্যাকুলা হইয়া দাড়ায়ে রহিলাম
রাজবাড়ী’র নিমতলায় বেন্চিখানার পাশে।
ভোরের শিশির গা ধুুইবার কালে
ফের আসিয়া সে জিজ্ঞাসু করিলঃ
“কবে যাইবেন চ’লে”
রাজবাড়ী ছাড়িবার কালে,
চোখের কোনায় ফোটায় ফোটায় জল তখুন বাতাসে শুকাইলো চশমার ফাঁক গলে।
ভালবাসা! একদিন ধাওয়ার জলে,
অতঃপর ধুয়ে যায় সেইক্ষনে তাহা পদ্মারবাণে।
প্রথম ভালবাসা
যাহা আজো ভুলিবার নহে,
বন্ধু! কেন তাঁর স্মৃতি মনে পড়ে যায় ক্ষনে ক্ষনে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!