প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট তোফাজ্জল হক আর নেই

 

 

স্টাফ রিপোর্টার, পাবনা  ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জজ কোটের প্রবীণ আইনজীবী ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর পিতা এ্যাডভোকেট তোফাজ্জল হক আর নেই। গতকাল সকাল ১০ঃ৪৫ মিনিটে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত অসুস্থায় ভুগছিলেন।ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার হেলিকাপ্টার যোগে তাকে পাবনা নিজ বাসভবনে নিয়ে আসা হয়। গতকাল বুধবার ভোরের দিকে পূনরায় অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যু সংবাদে পাবনা সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজর অধ্যক্ষ হুমায়ন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ানম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু, ঈশ্বরদী পৌর মেয়র মখলেছুর রহমান বাবলু, পাবনা পৌরসভার প্যানেল মেয়র ফরিদুল ইসলাম ডালু, পাবনা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ- সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ মাসুম বগা, আবুল হাসেম, জেলা যুবদল সভাপতি শেখ তুহিন, সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল হক আগা, পাবনা বারের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আহাদ বাবু, জজ কোটের সাবেক পি.পি বিলায়েত আলী বিল্লু, বর্তমান জিপি হোসেন শহিদ সোরওয়ার্দী, সদর উপজেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন, আওয়ামীলীগ নেতা ভিপি মাসুদ, রকি, জেলা আইনজীবী ফোরাম সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ শফিকুর রহমান, পাবনা চেম্বার অফ কমার্সের সহ সভাপতি ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা বারের সভাপতি এ্যাডঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক এ্যাডঃ হাসান আলী, সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মতিন, এ্যাডঃ আজিজুল হক, এ্যাডঃ শাহ আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিৎ নাগ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আঃ মতীন খান, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী, পাবনা সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ- সভাপতি ডাঃ আব্দুস সালাম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, আহমেদ উল হক রানা, দৈনিক সিনসা সম্পাদক ও সংবাদপত্র পরিষদের কল্যাণ সম্পাদক এস.এম. মাহাবুব আলম। এটিএন নিউজ জেলা প্রতিনিধি রিজভী জয়,৭১ টিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেলবিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ, পাবনা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, বিপুল সংখ্যক আইনজীবী সহ সর্বোস্তরের মানুষ শেষ বারের মত এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।

বিকেল ৩.০০ টার দিকে মরহুমের মরদেহ ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ পাবনায় নিয়ে আসা হয়। গতকালই বাদ ঈশা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে পাবনা বালিয়া হালট গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!