সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-প্রেম বুনোফুল

প্রেম বুনোফুল
—- সেলিনা জাহান প্রিয়া

বছরের নিয়ম মেনে ঝড়ে বরষা পাথুড়ে এই শহরে
আমাকে চনমনে করে রাখে বৃষ্টি স্নাত অপেক্ষার দুপুর
কর্ম ব্যাস্ত দিনের খিটিমিটি যখন আলগোছে গড়ায় সন্ধ্যায়,
গোলাপ হাতে ধর্না দেই জানালায় তোমার চরনে রাখি হৃদয়!

বসন্ত রঙ্গের ভালবাসা অভিমানে মুখ ভরিয়ে দেই খুনসুটিতে
চোখের সামনে দুরন্ত রৌদ্র আমি নিভৃতে তোমার হাত ধরে
তোমার বুকজুড়ে চঞ্চল ঝর্না অফুরান জলরাশিকে সঙ্গী করে
আমি আছড়ে পড়ি তোমার চরনতলে ফোঁটে প্রেম বুনোফুল।

পড়ন্ত বেলায় লবঙ্গ লতিকার মত বুকের মাঝে এলোমেল চুলে
ভীষন উষ্ণতায় মাথা গুঁজে জড়িয়ে থাকে থাকে সে চিবুকে
আমার হাসির সাথে অশ্রু জলও আছে অন্তবিহীন ক্ষোভে মন
শেষ সীমাটায় দাঁড়িয়েআমার হাত ছুঁয়েছে হাতে ভুলে যাই যুদ্ধ।

কুড়িয়ে পাওয়া জোস্নার বুকে বুনোফুল সযত্নে তার রুপ বিলায়
অচীন গহীনের বুকে গোপন দ্বীর্ঘশ্বাসে লুকিয়ে থাকা ছলছলো জল
যা করেছি গোপন যদি দেখা পাও তার প্রশ্ন করো মনের কাছে
কেনই বা উপত্যকা উষ্ণ প্রস্রবণ মরুভূমি এই বুকে বুনোফুল ফুটে!

রাতের শেষে দখিন জানালার পাশে মুগ্ধ মম দু’নয়ন দাঁড়িয়ে
অলিক চুম্বনে মেঘের ভেলায় করে ভর রুপোলী জোছনায় বুনোফুল
স্বপ্নিল আবেশে ঝিরিঝিরি বাতাসে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন মুখর
ভালবাসার পিপাসায় কাতর সুতীব্র চুম্বনে ভরিয়ে দেয় অধরখানি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!