পঞ্চগড়ে ভারী বর্ষণে তালমা রাবার ড্যাম ফুলে প্লাবিত লোকালয়

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে তালমা রাবার ড্যামের ফাটল দিয়ে পানি ঢুকে প্রায় ১৪ ফুট ফুলে যাওয়ায় নদীর উজানে স্বাভাবিক পানি প্রবাহ কে বাধাগ্রস্থ করে প্লাবিত হয়েছে আশপাশের লোকালয় ও চাষের জমি।

উজানে পানির প্রবাহ কে বাধাগ্রস্থ করায় ইতোমধ্যে লোকালয় ও চা বাগানসহ ফসলি জমি প্লাবিত হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকলে ১০ টি গ্রামের প্রায় দেড় হাজারের অধিক মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে। নষ্ট হতে পারে চা বাগান সহ প্রায় ২০০ একর জমির ফসল।

জেলা সদর থেকে তিন কিলোমিটার পূর্বে হাফিজাবাদ ইউনিয়নের তালমা নদীর উপর এই রাবার ড্যামটি অবস্থিত।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তথ্য মতে, ২০০৫-২০০৬ অর্থবছরে পঞ্চগড়ের তালমা নদীতে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ করা হয়। ২০১৮ সালে রাবার ড্যামটি ত্রুটি দেখা দেয় এবং সে বছর পাঁচ লাখ টাকা ব্যয়ে ড্যামটি সংস্কার করা হয়। কিন্তু গেল বছরের ডিসেম্বরে স্থানীয় অজ্ঞাত কিছু দুষ্কৃতকারীরা রাবার ড্যামটির ৩ মিটার কেটে দেয়। এর ফলে গত বোরো মৌসুমে ড্যামটি কৃষকদের কোন কাজে আসেনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্যাম এলাকা পরিদর্শন করলেও পানি না কমা পর্যন্ত তারা কোনো সংস্কার কাজ শুরু করতে পারবেন না বলে জানান।

তালমা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ভারী বর্ষণ আর উজান থেকে আসা পানি ঢলে রাবার ড্যামটি আপনা আপনি ফুলতে শুরু করে। কিন্তু সেটি ১৪ ফুট পর্যন্ত ফুলে উঠবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু পানি না কমা পর্যন্ত তারা কোন ধরনের পদক্ষেপ নিতে পারবেন না বলে আমাদের জানিয়েছেন। এরপরও আমরা দ্রুতযান ও রাবার ড্যামটি সংস্কার করা হয় সে বিষয়ে অনুরোধ করেছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মণ্ডল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উজান থেকে নেমে আসা ঢলে নদীতে বাড়তি চাপ থাকায় রাবার ড্যামটির ব্যাগ এই মুহূর্তে সংস্কার করা সম্ভব নয়। তবে ইতোমধ্যে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!