বইমেলার ১১তম দিন বই পড়া নিয়ে এনজিও কর্মীদের আলোচনা

 

নিজস্ব প্রতিনিধি  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা মাসব্যাপী বইমেলার ১১ তম দিনে মেলা মঞ্চে পাবনার এনজিও কর্মীরা বলেন, বইমেলা মানব উন্নয়নে কাজ করছে। মানুষের উন্নয়ন করতে হলে বই পড়া ছাড়া কোন উপায় নেই। আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে কাজ করছি। যারা বই পড়তে পারে তাদের সচেতন করা আমাদের জন্য অনেক সহজ হয়।  চরাঞ্চলের শিশুরা বিভিন্ন দিবস পালন এবং তাদের অধিকার সম্পর্কে কিছুই জানতো না। আমরা বই পড়ানোর মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। তারা আরো বলেন, আমাদের পাঠদানের গুণগত মান বৃদ্ধি করতে হবে। কারণ অতীতে অনেক শিক্ষার্থী স্কুল ভীতির কারণে পড়া লেখা ছেড়ে দিয়েছে। আমরা সচেতন করার কারণে এখন এটা অনেকাংশে কমেছে। তারা আরো বলেন, আমরা সকলে মিলে বিভিন্ন উপজেলা এমনকি উনিয়ন পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে হলেও বইমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করবো।
এনজিও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রতিশ্রতির সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদ, ওসাকার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, পাবনা যমুনা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোটা: মনজেদ আলী, ওয়াই,ডব্লিও,সি,এর সাধারণ সম্পাদক হেনা গোস্বামী ও সূচনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক পূর্নিমা ইসলাম।
সন্ধ্যায় আলোচনা সভা সঞ্চালন করেন ড. হাবিবুল্লাহ ও এ্যাড: মোসফেকা জাহান কণিকা। বইমেলা উদযাপন পরিষদের পক্ষে এনজিও কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান বইমেলা উদযাপন পরিষদের সম্পাদক এ্যাড: আব্দুল হান্নান।
মেলা মঞ্চে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সঙ্গীত,নৃত্য ও কবিতা আবৃত্তি, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও সেটেলমেন্ট সঙ্গীত দল সঙ্গীত পরিবেশন করে।

Pabna-boi-mela-Cultural-pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!