আনন্দ-আড্ডায় আরএমজি টাইমসের প্রথম বর্ষপূর্তি উদযাপন, দীর্ঘ পথচলায় পাঠকের একাত্মতা

ফজলুল হক: পাঠক-শুভাকাঙ্খীদের সাথে নিয়ে আনন্দ আড্ডায় প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো বাংলাদেশের পোশাক শিল্প নির্ভর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দি আরএমজি টাইমস’ পরিবার। অনাড়ম্বরপূর্ণ ঘরোয়া পরিবেশে রাজধানীর উত্তরাস্থ আরএমজি টাইমসের বানিজ্যিক কার্যালয়ে ছিল পাঠক-শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বিনিময় আর মিষ্টিমুখ করার আয়োজন। পূর্বঘোষিত কোনো অনুষ্ঠানমালা ছিল না আয়োজনে। তবে বর্ণালি সাজে সেজেছিল পুরো অফিস। রঙিন পাঞ্জাবীতে উৎসব আমেজে প্রাণবন্ত ছিল আরএমজি টাইমস পরিবার। বাহারী প্রজাতি ফুলের মুগ্ধ করা সুবাসে সুবাসিত ছিল অফিসের অভ্যন্তরীণ পরিবেশ।

পাঠকদের আগমন, ফুলেল শুভেচ্ছা বিনিময় আর লেখক-পাঠকের আড্ডায় প্রথম বর্ষপূর্তি উদযাপনের ঘরোয়া আড্ডা বর্ষপূর্তি উৎসবে পরিণত হয়। আরএমজি টাইমসের দীর্ঘ পথচলায় পাঠক-শুভাকাঙ্খীরা সঙ্গে থাকার একাত্মতা প্রকাশ করেন।

শুভেচ্ছা বিনিময়ের শুরুতেই একগুচ্ছ তাজা ফুলের সুসজ্জিত তোড়া নিয়ে আরএমজি টাইমসের অফিসে আসেন বাংলাদেশের পোশাক শিল্পের সুপরিচিত অডিট এবং সার্টিফিকেশন বডি কোম্পানী ‘গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস’ (জিএসসিএস) এর ব্যবস্থাপনা পরিচালক মি. আব্দুল মোত্তালেব ও জিএসসিএস এর কর্মকর্তাবৃন্দ। আরএমজি টাইমস পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সম্পাদক আব্দুল আলিমের সাথে আড্ডায় মেতে উঠেন মি. মোত্তালেব।

DSC_0537

তিনি বাংলাদেশের পোশাক শিল্পকে ইতিবাচকভাবে তুলে ধরতে আরএমজি টাইমসের সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানান । একজন পাঠক-শুভাকাঙ্খী-পৃষ্ঠপোষক হিসেবে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি আরএমজি টাইমসের নিজস্ব প্রতিবেদক মি. ফজলুল হককে তার কোম্পানীর পক্ষ থেকে বেস্ট করেসপন্ডেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন।

আরএমজি টাইমসের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন জামার্নী ভিত্তিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান গোল্ডেনফেনিং জিএমবিএইচ এর বাংলাদেশের কমপ্লায়েন্স ম্যানেজার মি. এসএম নাজমুল হাসান। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য শিল্প নির্ভর একটি সক্রিয় গণমাধ্যমের বড় বেশি প্রয়োজন ছিল। আরএমজি টাইমসের মাধ্যমে সে প্রয়োজনটা মিটছে। দিনদিন পাঠক মহলে গ্রহণযোগ্যতা ও আস্থা করে নিচ্ছে। পত্রিকাটির দীর্ঘ পথচলায় শুভ কামনা রইলো।

সার্টিফিকেশন ও অডিট কোম্পানী ‘ইপিক সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিসেস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. রাসেল পারভেজ বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে এসে বলেন,  আশা নয় প্রত্যাশা করি আরএমজি টাইমস একদিন দেশের শীর্ষ গণমাধ্যমে পরিণত হবে।

শুভেচ্ছা জানাতে এসে এজিএস লিমিটেড ও মার্চেন্ডাইজারস ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এমআইএফটি) এর ব্যবস্থাপনা পরিচালক মি. গোলাম মাওলা বলেন, আরএমজি টাইমসের দীর্ঘ পথচলায় সহযোদ্ধা হয়ে পাশে থাকবো সবসময়। আশা করি, পত্রিকাটি আরও দক্ষতার সাথে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরবেন।

প্রথম বর্ষপূর্তি উৎসবে শুভেচ্ছা বিনিময় করতে বর্ষপূর্তি অনুষ্ঠানে আসেন ইন্টারন্যাশনাল কুরিয়ার এক্সপ্রেস ও লজিস্টিক সার্ভিস প্রোভাইডার ও সোস্যাল কমপ্লায়েন্স এর থার্ড পার্টি অডিট কোম্পানী এমআরএফ গ্রুপের চেয়ারম্যান রাশেদ জামান, ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইন ও এমআরএফ গ্রুপের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

এমআরএফ গ্রুপের চেয়ারম্যান রাশেদ জামান বলেন, আরএমজি টাইমস বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের একমাত্র মুখপত্র। পোশাক শিল্প জগতের সকল খবর সবার আগে এই পত্রিকার মাধ্যমেই জানতে পারি। শুধু দেশে নয় বিদেশেও এর পাঠক তৈরী হয়েছে। যখন দেখি পোশাক শিল্পের ক্রেতা প্রতিষ্ঠানের বিদেশী বন্ধুরা  আরএমজি টাইমসের মাধ্যমে কোনো সংবাদ জানতে পেরে আমার সাথে তা নিয়ে আলোচনা করেন তখন সত্যিই গর্ব হয়। আরএমজি টাইমসের সম্পাদক আব্দুল আলিম আমার খুব কাছের বড় ভাই। উনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে আরএমজি টাইমসের পথচলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।

বর্ষপূর্তি উৎসবে শুভেচ্ছা বিনিময় শেষে সাপ্তাহিক যুগধারা পত্রিকার প্রধান সম্পাদক রশিদ আহমদ আব্বাসী মন্তব্য বইতে লিখেন, মাত্র এক বছরে আরএমজি টাইমসের জনপ্রিয়তা সত্যিই ঈর্ষণীয়। আমার তিন যুগের সাংবাদিকতা জীবনে এতো অল্প সময়ে এতো বেশি সফলতা অর্জনের অভিজ্ঞতা জানা নেই।

ডিএস টেক্সলিংক এর প্রধান নির্বাহী রুহুল আমীন বলেন, আরএমজি টাইমস আমাদের পোশাক শিল্পের অপশক্তি রোধ করতে আরও শক্তিশালী ভূমিকা নিয়ে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছি।

শুভেচ্ছা বিনিময়কালে সেফটি সোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. নজরুল ইসলাম বলেন, আরএমজি টাইমস পোশাক শিল্পের সকল সংবাদ প্রকাশের পাশাপাশি পোশাক খাত সংশ্লিষ্ট খাতের ব্যবসা প্রসারেও কাজ করছে।

দ্যা ডেইলি নেক্স নিউজের সম্পাদক ও প্রকাশক বলেন, আরএমজি টাইমস পাঠকের মনে পাকাপোক্ত জায়গা করে নিতে সক্ষম হয়েছে। পোশাক শিল্পের ইতিবাচক দিক তুলে ধরার যে প্রয়াস নিয়ে পত্রিকাটির যাত্রা শুরু সেই লাইন থেকে যেনো কখন পথ বিচ্যুত হবে না এই প্রত্যাশা রইলো।

সন্ধ্যায় ফুল দিয়ে আরএমজি টাইমসের সম্পাদক আব্দুল আলিমকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবিদের নিয়ে গঠিত অন্যতম সুপরিচিত সংগঠন “বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস (BSAHRP) এর সাধারণ সম্পাদক সম্পাদক নূরে এ খান।

তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, দেশে ভূইফোড় মিডিয়ায় ছেয়ে গেছে। সত্য সংবাদ প্রচারের চেয়ে পেট বাঁচানোর তাগিদেই অনেকেই সংবাদপত্রের ব্যবসা করছেন। আমি ব্যক্তিগতভাবে সম্পাদক আব্দুল আলিম ভাইকে জানি। উনি এক মহৎ হৃদয়ের মানুষ। উনার দক্ষ পরিচালনায় আরএমজি টাইমস এগিয়ে যাবে বহুদুর।

আরএমজি টাইমসের প্রথম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আনন্দ র‌্যালি বের করে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত কমপ্লায়েন্স ও ওয়েলফেয়ার অফিসারদের সংগঠন ‘ কমপ্লায়েন্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ’। শুভেচ্ছা বিনিময়কালে  সংগঠনটির মুখপাত্র সুলতান মাহমুদ সোহেল বলেন, আরএমজি টাইমস বাংলাদেশের পোশাক শিল্পের নিজস্ব প্লাটফর্ম। সত্য প্রচারের মাধ্যমে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই পোশাক খাতের অকৃত্রিম বন্ধু আর সকল অপশক্তি রোধ করার মহাশক্তি হয়ে কাজ করবে আরএমজি টাইমস এমনটাই প্রত্যাশা আমাদের।

স্টাইলেক্স /টিএনজেড গ্রুপের হেড অফ সিএসআর কবীর আহমেদ বলেন, সংবাদের বস্তুনিষ্ঠতা, লেখার মান আর নৈতিকতায় আরএমজি টাইমস পাঠকমনে গ্রহণযোগ্যতা আর আস্থার শক্ত অবস্থান গড়ে নিয়েছে।

জার্মানী ভিত্তিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান মেসিটন বাংলাদেশ এর সিনিয়র কমপ্লায়েন্স অডিটর মমিনুল ইসলাম বলেন, আরএমজি টাইমস এখন আমার বিদেশী সহকর্মীরা নিয়মিত ভিজিট করেন। গুরুত্বপূর্ণ বাংলা সংবাদগুলোর ইংরেজি অনুবাদ আমাকেই করে দিতে হয়।

জামানীর পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ডেলটেক্স জিএমবিএইচ এর কর্ণধার ও সিইও করিনা মঞ্জিল সুদুর জার্মানী থেকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, আরএমজি টাইমস বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে অবিরত কাজ করে চলেছে। বাংলাদেশে আমাদের কলিগরা নানা ভাবে এর থেকে উপকৃত হচ্ছে। প্রথম বর্ষপূর্তিতে  এর সম্পাদক আব্দুল আলিমসহ পত্রিকাটির সকল সাংবাদিক কর্মকর্তাদের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে শুভেচ্ছা বিনিময়। বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে আসেন পোশাক শিল্প খাতের সিনিয়র ব্যক্তিত্ব ফ্রিল্যান্সার কনসালট্যান্ট সেলিনা আক্তার, কনসালট্যান্ট সোলাইমান মোল্লা, জেকরুল হাসান সুজন, রাজধানীর উত্তরাস্থ তিন তারকা হোটেল ‘হোটেল হাই গার্ডেন’ জেনারেল ম্যানেজার (অপারেশন) মাহবুবুল হাসান ও সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) আনোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি মুকুল চৌধুরী, সহ-সভাপতি আরিফ আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক ও কাগজ২৪বিডি ডটকম এর সম্পাদক ও প্রকাশক মাহবুব এইচ শাহীন, মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক এমএস ইসলাম আকাশ, গার্বার এর কমপ্লায়েন্স ম্যানেজার ওয়ালিউর রহমান, টুরিজ্যম উইন্ডোজ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এজিএস ইন্টারন্যাশনাল এর ফ্যাক্টরী ম্যানেজার সুমন আজাদ প্রমুখ।

সন্ধ্যায় প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। এসময় আরএমজি টাইমসের সম্পাদক ও প্রকাশক আব্দুল আলিম আগত অতিথি, পাঠক, শুভাকাঙ্খী ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি তার বক্তব্যে বলেন, মূলত একটি ভারতীয় অ্যাপারেল পত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র সংবাদপত্র প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করি। রানা প্লাজা ধ্বসের পরে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগী দেশের গণমাধ্যমগুলো এদেশের পোশাক খাত নিয়ে নোংরা লেখালেখিতে মেতে উঠেন। তখন থেকেই ইচ্ছে পোষণ করি নিজেরা একটি সংবাদপত্র প্রকাশ করার।  নিজের দেশ ও দেশের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরতেই আরএমজি টাইমস নিয়ে কাজ শুরু করি। একটি বছরে আমাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা আর পাঠকের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা আর শুভ কামনা আরএমজি টাইমসের দীর্ঘ পথচলায় পাথেয় হয়ে থাকবে।

কেক কাটা পর্বে আরএমজি টাইমস নিয়ে স্বলিখিত ও সুর করা থিম সং গেয়ে শোনান পোশাক শিল্প খাতের মানবসম্পদ প্রশিক্ষক ও কণ্ঠশিল্পী তৌহিদুল ইসলাম চঞ্চল।

এসময় আরএমজি টাইমসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘এমআরএফ গ্রুপ-আরএমজি টাইমস অনলাইন কুইজ প্রতিযোগিতা’র বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!