বাংলাদেশ না, বিদেশ থেকে গ্যাস এনে ভারতে দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমরা বাংলাদেশের গ্যাস ভারতে দিচ্ছি না। আমরা বিদেশ থেকে গ্যাস এনে এটাকে সিলিন্ডারাইজেসন করে ভারতে দেব।

মঙ্গলবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণাধীন আউটার স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের গ্যাস ভারতে দিচ্ছি না। এখানে তথ্যটা ভুল। আমরা কোত্থেকে গ্যাস বিক্রি করব? মূলত আমরা বিদেশ থেকে গ্যাস এনে এটাকে এলএনজি প্রক্রিয়াজাত করে সিলিন্ডারে ঢুকাব। অর্থাৎ বিদেশ থেকে গ্যাস এনে এটাকে সিলিন্ডারাইজেসন করে আমরা ভারতে দেব। এতে আমাদের মার্কেট বড় হবে। আমাদের দেশের উন্নতি হবে। আমাদের লাভ, আমরা রি-এক্সপোর্ট করতেছি।

তিনি বলেন, অনেকের ধারণা আমরা আমাদের গ্যাস দিয়ে দিচ্ছি। নো ওয়ে। আমরা এটা রি-এক্সপোর্ট করব, এটা দুনিয়ার সব দেশেই হয়।

পরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সিলেটে ট্যুরিস্ট বাস চালুর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। নগরীর জিন্দাবাজারে সিলেট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এই ট্যুরিস্ট বাস দুটি চালুর উদ্বোধন করেছেন ড. একে আবদুল মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!