বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

দশম সংসদ নির্বাচনের ৩ বছর পূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়ার পর শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে রয়েছে জলকামান, আর্মার্ড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।

তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করছে দলটি।

কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস‌্যরা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন কর্মী অবস্থান করছেন। আশপাশ দিয়ে সাধারণ পথচারীদেরকেও যেতে বাধা দিচ্ছে পুলিশ।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে বরাবরের মতো পালন করে বিএনপি। এ বছর দিনটিতে সারা দেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু অনুমতি মেলেনি। এরপর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলেও আজ সকাল পর্যন্ত তা নিশ্চিত নয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!