বিপিএলে বিদেশি খেলোয়াড়রা কে কোন দলে

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারার মতো তারকারা আগেই চুক্তি করে ফেলায় নিলামের আকর্ষন কিছুটা কমে যায়। আজ বেছে নেওয়া হয় আরো ১৯ বিদেশি ক্রিকেটারকে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে আরোও কিছু বিদেশি খেলোয়াড় বিপিএলে খেলার জন্য চুক্তি করতে পারেন বলে মনে করা হচ্ছে। এ পর্যন্ত চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়ের তালিকা নিচে দেওয়া হলো-

ঢাকা ডাইনামাইটস: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), সোহেল খান (পাকিস্তান), শাহজাইব হাসান (পাকিস্তান), নাসির জামসেদ (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), রায়ান টেন দোয়েসচাটে (নেদারল্যান্ডস)।

চিটাগাং ভাইকিংস: জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), চামারা কাপুগেদারা (শ্রীলঙ্কা), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা), এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে), মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইদ আজমল (পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), উমর আকমল (পাকিস্তান)।

বরিশাল বুলস: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লিউইজ (ওয়েস্ট ইন্ডিজ), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।

রংপুর রাইডার্স: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), সাচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নবী (আফগানিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।

সিলেট সুপার স্টার্স: ব্রাড হজ (অস্ট্রেলিয়া), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), রবি বোপারা (ইংল্যান্ড), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), সোহেল তানভীর (পাকিস্তান)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিসমার সানতোকি (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকারা (শ্রীলঙ্কা), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), শোয়েব মালিক (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!