শাহীন চৌধুরী ডলি’র বিমূর্ত পদাবলি

বইমেলার খবর । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সম্প্রতি অমর একুশে বইমেলায় এসেছে শাহীন চৌধুরী ডলি’র ৫ম কবিতার বই, এককে ২য় কবিতার বই ‘বিমূর্ত পদাবলি’। কাগজ২৪ সাহিত্য বিভাগ বসেছে তাঁর সাথে। সেখানকার আলাপচারিতার চুম্বকাংশ নিম্নে তুলে ধরা হল।

কাগজ২৪: লেখালেখি কবে থেকে শুরু, কীভাবে?
শাহীন চৌধুরী ডলি: কাগজে কলমে লেখালেখি শুরু করেছি কবে থেকে মনে নেই তবে মনে মনে লেখা শুরু করেছি সেই জন্মের পর থেকেই।

কাগজ২৪: আপনার লেখার উপজীব্য বিষয়বস্তু সাধারণত কী?
শাহীন চৌধুরী ডলি: আমার লেখা সাধারণত কোন এক বিশেষ গণ্ডীর ভেতরে আবদ্ধ নয় । সে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে মিশে গেছে।

কাগজ২৪: কার লেখা আপনাকে অনুপ্রাণিত করে?
শাহীন চৌধুরী ডলি: অনুপ্রাণিত লেখকের কথা সামনে আসতেই যার কথা প্রথমেই বলতে হয় তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । আসলে লেখক এবং লেখার নাম বলে শেষ করতে পারবনা কারণ যখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ি তখন তারই প্রেমে পড়ি আবার যখন কাজী নজরুল ইসলামের লেখা পড়ি তখন তারও প্রেমে পড়ি, প্রেমের আসলে কোন শেষ নেই, যেমন শেষ নেই ভালো লাগার।

কাগজ২৪: সমসাময়িক লেখকদের সম্পর্কে বলুন।
শাহীন চৌধুরী ডলি: শত কাজের ব্যস্ততার ভিড়েও আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সময় দেওয়ার চেয়ে পড়ার প্রতি সময় দিতে বেশি চেষ্টা করি। যারা আমার সমকালীন তাদের মধ্যে অনেকেই বেশ ভালোই লিখছেন । আসলে এটাই তো সত্যি সকল কালে সকল সময়ে সব লেখকদের মাঝে কিছু ভালো লেখক আমাদের মাঝে উঠে আসবেই।

কাগজ২৪: এ যাবৎ প্রকাশিত গ্রন্থ সমূহ কি কি?
শাহীন চৌধুরী ডলি: একক কবিতার বই :– কৃতাঞ্জলি ও বিমূর্ত পদাবলী। কবিতা বিলাস (যৌথ), ভালোবাসার সাতরং (যৌথ),চার জোনাকির মিলনতিথি (যৌথ) । এছাড়া দেশ বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা পত্রিকা ও সাময়িকীকে নিয়মিত লেখালেখি করি।

কাগজ২৪: ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা, উপন্যাস কোনটিতে বেশী স্বাচ্ছন্দ বোধ করেন?
শাহীন চৌধুরী ডলি: কবিতা, ছোটগল্প ও সমসাময়িক বিষয়ের উপর লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বেশ কয়েকটি ভ্রমণকাহিনী লিখেছি । বলা যায় সময়ের অভাবেই উপন্যাস লেখা হয়ে ওঠেনি। তবে সামনে প্রচণ্ডভাবে লেখার ইচ্ছে আছে কেননা ভাবুক এই মন সারাক্ষণ সৃষ্টির অনুসন্ধানে মত্ত হয়ে থাকে । তাইতো মাঝে মধ্যে ঘোরাঘুরির চেষ্টা করা হয় । আর তারই প্রয়াসে ঘোরা হয়েছে ভারত, নেপাল,থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়, সৌদি আরব, আবু ধাবি। এইবছর জুলাইয়ে কানাডা ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে ।

কাগজ২৪: তরুণ লেখককের জন্য আপনার পরামর্শ কী?
শাহীন চৌধুরী ডলি: তরুণ লেখকদের জন্যে একটাই পরামর্শ কোন মিথ্যের সাথে আপোষ নয়, সবকিছুর উপরে তারা যেন সত্যকে প্রাধান্য দেয় । একজন লেখকের সমাজ তথা মানুষের কাছে যত দায়বদ্ধতা থাকে অন্য কারো বেলায় এতটা থাকেনা।

কাগজ২৪: আপনার পারিবারিক জীবন সম্পর্কে বলুন।
শাহীন চৌধুরী ডলি: পারিবারিক জীবনে আমি ভীষণ সুখি একজন মানুষ। আমার স্বামী বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী। একমাত্র মেয়ে কানাডার ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছে এবং একমাত্র ছেলে ভারতের একটি নামকরা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র।

কাগজ২৪: আপনার ভালো লাগা, মন্দ লাগা, উল্লেখযোগ্য স্মৃতি সম্পর্কে যদি বলতেন।
শাহীন চৌধুরী ডলি: যখন সত্যিকার ভাবে কাউকে ভালোবাসি তখন সে কষ্ট দিলে খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় এ কষ্টগুলো অসহ্য বেদনার। আর যারা বিশ্বাস ভঙ্গ করে তাদের মেনে নিতে পারি না। অন্যায় সহ্য করতে পারিনা। এড়িয়ে চলি  অহংকারীদের।

প্রিয়জনদের সাথে কাটানো সময়গুলো সবচেয়ে বেশী স্মৃতিময়। বাবা, মা, ভাইবোন, স্বামী, সন্তান সবাই আমার সুখের উৎস। যদি আমার সামর্থ্যের মধ্যে কারো উপকার করতে পারি, তাতেই আমার ভালোলাগা কাজ করে।

কাগজ২৪: কাগজ২৪ কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
শাহীন চৌধুরী ডলি: আপনাদেরকেও ধন্যবাদ।

বই পরিচিতিমূলক তথ্য:
বই : বিমূর্ত পদাবলি
লেখক : শাহীন চৌধুরী ডলি
প্রকাশনা প্রতিষ্ঠান : নওরোজ কিতাবিস্তান
বইয়ের ধরণ : কবিতার বই
প্রচ্ছদ ও অলঙ্করণ : চারু পিন্টু
ফর্মা সংখ্যা :৫ ফর্মা
মূল্য : ১৫০ টাকা মাত্র
প্রাপ্তিস্থান- নওরোজ কিতাবিস্তান, বাংলা একাডেমি বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান, ষ্টল নাম্বার- ২১৮, ২১৯, ২২০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!