কেমন আছেন বিলুপ্ত ছিটমহলবাসী


সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেসরকারি লোকজন এসে খোঁজখবর নিচ্ছে, বিদ্যুৎ জুটেছে, গ্রামে বিভিন্ন সাহায্য-সহযোগিতা আসছে, জীবনে বেঁচে থাকার সাধ পূরণ হচ্ছে এভাবে জানান ৩১ নং নগর জিগা বাড়ীর ডা. রফিকুল ইসলাম।

দেশ, পতাকা এবং পরিচয় পাওয়ার তৃপ্তি প্রকাশ করে  কলেজ পড়ুয়া শিক্ষার্থী নুপুর জানায়-‘আমার সব প্রত্যাশার ঊর্ধ্বে গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সেখানে আমার মতো অনেকে লেখাপড়া করছে। রাতে পড়াশুনা করতে  অসুবিধা হয় না। এখন পাকা রাস্তায় আমি ডিমলা কলেজে যাই।’
ডিমলা উপজেলার বিলুপ্ত চার ছিটমহল ২৮ নম্বর বড়খানকি, ২৯ নম্বর বড়খানকিবাড়ী গিদালদহ, ৩০ নম্বর বড়খানকিবাড়ী খারিজা গিদালদহ, ৩১ নম্বর নগর জিগাবাড়ি ছিটমহল ঘুরে দেখা গেছে উন্নয়নের বিভিন্ন চিত্র। এসব গ্রামের ১১৯ পরিবার পেয়েছে বিদ্যুৎ সুবিধা। ওই সুবিধায় প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়েছে বিদ্যুতের আলো। অধিকাংশ বাড়িতে স্থাপিত হয়েছে বিশুদ্ধ পানীয় জলের নলকূপ ও স্বাস্থ্যসম্মত পায়খানা। ওই চার ছিটমহলের জন্য এলাকার গয়াবাড়ী ইউনিয়নের রহমানগঞ্জ বাজারে স্থাপিত হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র।
আজ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি । দিনটি স্মরণীয় করে রাখতে গত রাত থেকে ভোর এবং সকাল থেকে দিনভর নানা কর্মসূচি নিয়ে উৎসবে মেতেছেন বিলুপ্ত ছিটমহলবাসী। তারা রাতভর করেছেন মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে আলোর মিছিল। আজ দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিলুপ্ত হয় দুই দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল।
n_3
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান সরকারের পাশাপাশি বিভিন্ন সাহায্য সহযোগীতা করে যাচ্ছি । সিট মহলে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে রাস্তা ঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, মৎস্য চাষ প্রশিক্ষন, যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষন, কৃষি বিষয়ক প্রশিক্ষন আরো অন্যান্য উন্নয়ন মুলক কর্মকান্ড হয়েছে।
 ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিলুপ্ত ছিটমহলের চার গ্রামে প্রথম বছরে শতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা ও নলকূপের ব্যবস্থা করা হয়েছে। বিলুপ্ত ছিটমহল ৩১ নম্বর জিগাবাড়ির মতির বাজার হতে কালির ডাঙ্গা পর্যন্ত ৩ দশমিক ২০ কিলোমিটার সড়ক ১ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এবং উত্তর গয়াবাড়ী হতে গয়াবাড়ী পর্যন্ত ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ১৪০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের কাজ চলমান আছে।
n_2

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!