বিয়ের প্রলোভনে ছাত্রী ধর্ষণের অভিযোগ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ছাত্রীর মা পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।

আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবু মনসুর মো. জিয়াউল হক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের একই গ্রামের মূল অভিযুক্ত মো. সোহেল (২২), তার বড় ভাই মো. জুয়েল (২৭), তাদের বাবা সপিকুল ইসলাম ওরফে খুদুত এবং ওই এলাকার মিয়া হোসেনের ছেলে মো. আহাবদ আলীকে আসামী করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত আছে ওই ছাত্রী।

আদালতে দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান আসামি মো. সোহেল বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে সোহেল ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেন।

২০১৭ সালের ৪ মে সোহেল ওই স্কুলছাত্রীকে তার বাড়িতে নিয়ে অপরিচিত দুইজন ব্যক্তির সহযোগিতায় কৌশলে বিয়ের কালিমা পড়ায়।

এরপর তাদের বিয়ে হয়েছে বলে ওই কিশোরীকে জানায়।

গত ২৩ ফেব্রুয়ারি সোহেল ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে বাড়িতে না তোলার কথা বলে চলে যায়। সেইসঙ্গে বলে যায়, তাদের ওই বিয়ে ছিল মিথ্যা।

এ কথা শুনে কিশোরী কান্নাকাটি শুরু করে। পরে কিশোরীর বাবা-মা বাড়িতে এসে অবস্থা দেখে তাকে নিয়ে সোহেলের বাড়িতে নিয়ে যান এবং তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এতে সোহেল ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে কিশোরী ও তার বাবাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় গণমান্য ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে কিশোরীকে ঘরে তোলার কথা জানায় সোহেল ও তার পরিবারকে। কিন্তু তারা তাদের কথায় কর্ণপাত করেনি। অবশেষে উপায় না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর পরিবার।

মামলায় উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মামলা করতে গেলে তেঁতুলিয়া থানা পুলিশ মামলা না নিয়ে নারী ও শিশু নির্যাতন ট্র্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আনিছুর রহমান মোঃ সোহেলসহ চারজন কে আসামি করে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করা হয় বলে নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!