দিনাজপুর সহ উত্তর বঙ্গের ব্যবসায়ির কাপড় ছিনতাই।। পুলিশ নির্বিকার

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চিরিরবন্দরের ব্যবসায়িকদের বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় ২ কোটি টাকার কাপড় সহ ট্রাক ছিনতাই করছে দূবৃর্ত্তরা । চিরিরবন্দর রাণীরবন্দর ব্যবসায়িক সমিতি এই অভিযোগ করে বলেছেন, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নেয়নি।

জানা গেছে, গত ৯ এপ্রিল রবিবার সিরাজগঞ্জ শাহাজাদপুর উপজেলার বেসিক মোড় থেকে রাত ১১ টায় ঢাকা মেট্রো ১৮০৪৬০ নং ট্রাকে ২ কোটি টাকার কাপড়ের মালামাল  নিয়ে রওনা দিলে  অনুমান বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় রাত ২টায় ৬০টি কাপড়ের বেল সহ ট্রাকটিকে ছিনতাই করেছে দূবৃর্ত্তরা। এ ঘটনার পর পরের দিন ১০ এপ্রিল সোমবার সকাল পর্যন্ত ট্রাকে থাকা লাইন ম্যানের সাথে ব্যবসায়িরা কোন যোগাযোগ করতে না পারলে ট্রাক ছিনতাইয়ের বিষয়টি তারা জানতে পারে। পরে ১১ এপ্রিল মঙ্গলবার সকালে নাটোর জেলার সিঙ্গড়া উপজেলায় রাস্তার ধারে খালি ট্রাক পরে থাকতে দেখলে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাকটি উদ্ধার করে । ট্রাকে থাকা ড্রাইভার, হেলপার, লাইনম্যানের ওই দিন কোন সন্ধান পাওয়া না গেলেও গতকাল বুধবার ড্রাইভার,হেলপার, লাইনম্যানেকে আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়।

ড্রাইভার মো: আনিছ হোসেন ও লাইনম্যান তৈহিদুর জামান বলেন, বগুড়া শিবগঞ্জ উপজেলায় হাইওয়ে  ব্রীজের উপরে আসলে ব্যারিগেড দিয়ে আমাদের আটক করে,অপর একটি খালি ট্রাক সামনে এসে আনুমানিক ২০ জনের একটি দল আমাদের ট্রাক থেকে নামিয়ে মারধর করে ট্রাকটি নিয়ে চলে যায়।

এ ছিনতাইয়ের ঘটনায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ব্যবসায়িকদের ব্যাপক ক্ষতিসাধন হযেছে। রানীরবন্দর ব্যবসায়ি রুস্তম এন্ড সন্স এর ১৫ লক্ষ টাকা, মমতাজ গার্মেন্টসের ৬ লক্ষ টাকা, ওহিদুল গার্মেসের ২ লক্ষ টাকা, আব্দুল রহমান গার্মেসের ২ লক্ষ টাকা,হাচেন গার্মেসের ২ লক্ষ টাকা,সৈয়দপুর আনোয়ার গার্মেসের ১০ লক্ষ টাকা, আবিদ কলেষ্টরের ১৪ লক্ষ টাকা, ডোমার ডিমলা গার্মেন্টস ব্যবসায়ির ৮ লক্ষ টাকা,  ঠাকুরগাঁও গার্মেন্টস ব্যবসায়ির ১২ লক্ষ টাকা ছাড়াও পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী গার্মেন্টস ব্যবসায়িদের সহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট হয়েছে।

বিশিষ্ট কাপড় ব্যবসায়িক মো: মমতাজ আলী বলেন, রাস্তায় কাপড় আনতে এত বড় ঝুঁকি থাকলে গার্মেন্টস ব্যবসায়ীরা দূর থেকে কাপড় এনে ব্যবসা করার আগ্রহ হারিয়ে ফেলবে।

রাণীরবন্দর ব্যবসায়িক সমিতির সভাপতি আলহাজ সেকেন্দার আলী জানান, এরকম অনাকাঙ্কিত ট্রাক ছিনতাইয়ের ঘটনা কখনো ঘটেনি, এত বড় ধরনের লোকসান হলে ব্যবসায় টিকে থাকা মুশকিল হবে। এ ঘটনায় বগুড়া শাহাজাদপুর থানা,ও  শিবগঞ্জ থানায় মামলা দিতে গেলে পুলিশ  কোন মামলা নেননি বলেও তিনি জানান।

এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাহিদ হাসান জানান, ওই এলাকায় আমরা খোঁজ নিয়ে দেখেছি এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া ব্রীজের উপরে ৫ মিনিটের জন্য ব্যারিগেড দিলেও পেছনে বগুড়া জেলা শহর পর্যন্ত শতাধিক গাড়ির জ্যাম লেগে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!