টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুই বছর পর টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত। ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এছাড়া আরও তিনটি টুর্নামেন্টের ফাইনালে হেরেছে টাইগাররা। আজ সেসব রেকর্ড বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

সেই ২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই চরম উত্তেজনা। সোশ্যাল সাইটে দুই দেশের সমর্থকদের মাঝে রীতিমত যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে দুই দেশের মিডিয়াও থাকে। যেমন গতকাল ভারতের একটি টিভি চ্যানেল টাইগারদের গালাগাল করে রিপোর্ট করে আজকের ফাইনালে জিতে ভদ্রতা শেখানোর ঘোষণা দিয়েছে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের আকস্মিক আগমনে গত শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ঘটনাবহুল ওই ম্যাচে মাহমুদ উল্লাহ রিয়াদ ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছে টাইগারা। আজকের ম্যাচ জিতে এবার শেষটা রাঙিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!