ভর্তি পরীক্ষার জন্য বিমান চলাচল বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। প্রায় ৬ লাখ ভর্তিচ্ছু অংশ নেবে এ পরীক্ষায়। তাই দেশজুড়ে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর নভেম্বর মাসের একটি দিনে ‘সুনেয়াঙ্গ’ বা কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্ট নামের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, সেটি এই পরীক্ষার মাধ্যমে ঠিক করা হয়। পরীক্ষার্থীরা যেন কোনো ঝামেলা ছাড়া পরীক্ষা দিতে পারে সে জন্যই বিমান চলাচল বন্ধ রাখা হয়।

তবে শুধু বিমান চলাচল নয়, এ দিন দোকানপাট, সরকারি অফিস এমনকি রাজধানীর স্টক এক্সচেঞ্জও সকাল ১০টার পরিবর্তে এক ঘণ্টা পরে খোলা হয়।

এ দিন পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। কোনও ছাত্র বা ছাত্রীর পরীক্ষার হলে পৌঁছতে দেরি হচ্ছে দেখলে তাকে পুলিশের এসকর্ট মোটরবাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!